সোনার সংসারে সেরা একদা TRP টপার, শ্রেষ্ঠ নায়িকার অ্যাঅয়ার্ড পেলেন কে? দেখুন লিস্ট |
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই দিন যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন বাংলা সিরিয়াল প্রেমিরা। এমনিতে তো প্রতি সপ্তাহ অন্তর জানা যায় TRP দখলের লড়াইয়ে কে এগিয়ে গেল আর কে পিছিয়ে গেল। তবে সেটার থেকেও আরো যেটার জন্য সকলে অপেক্ষা করে থাকেন সেটা হল বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে কিছুটা হলেও যেন সবার থেকে এগিয়ে রয়েছে Zee Bangla কারণ এই জি বাংলাতেই বছরের পর বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’। এই সোনার সংসার অ্যাওয়ার্ডের মাধ্যমে জানা যায় কোন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কোন মেগা ধারাবাহিক কিংবা আরো অন্যান্য ক্যাটাগরিতে কে কি অ্যাওয়ার্ড জিতল সেটা। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। প্রতি বছরের মতো এবারেও এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছিল কিছু দারুণ চমক। জেনে নিন বিশদে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার আয়োজন করা হয়েছিল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫-এর। এই অনুষ্ঠান নিয়ে দর্শকদের মধ্যে এক আলাদাই উত্তেজনা কাজ করে। যদিও এপিসোডের টেলিকাস্ট হওয়া এখনও বাকি, তবুও কিছু ফ্যান পেজের তরফে সামনে এসেছে বিজেতাদের নাম। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী নিজেদের সোনার সংসার থেকে পাওয়া গিফট সম্পর্কে নিজেদের অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
যাইহোক, কোন অভিনেতা অভিনেত্রী সেরার তকমা পেয়েছেন কিংবা কে কোন আওয়ার জিতেছেন সেটার একটা সম্ভাব্য তালিকা প্রকাশ্যে উঠে এসেছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫-এর সম্ভাব্য তালিকা।
প্রথমেই জেনে নেওয়া যাক সেরা অভিনেত্রী কে। সূত্রের খাবার, জি বাংলা সোনার সংসারের সেরা নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিক এবং নিম ফুলের মধু-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা। সেইসঙ্গে Zee 5-এ জনপ্রিয় মেগা হিসেবে বেছে নেওয়া হয়েছে এটিকে। প্রিয় সংসার দত্ত বাড়ি। সেরা ননদ হিসেবে নির্বাচিত হয়েছে বর্ষা। সেরা জা – মৌমিতা এবং সেরা খলনায়িকা ইশা।
জানা গিয়েছে, একসময় টিআরপি শেষে থাকা জগদ্ধাত্রী সিরিয়ালের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। সেরা ধারাবাহিকের অ্যাওয়ার্ড নাকি এই মেগাটি পেয়েছে সেইসঙ্গে ভিন্ন স্বাদের চরিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন কৌশিকী ওরফে রূপসা চক্রবর্তী।
প্ৰিয় বউমা হিসেবে নির্বাচিত হয়েছেন কোন গোপনে মন ভেসেছে-র শ্যামলী অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য। আর অন্য দিকে, প্রিয় ছেলে অনিকেত অর্থাৎ রণজয়। এদিকে নবাগতা হিসেবে প্রিয় মেয়ে ২০২৫-এর সম্মান গিয়েছে পরিণীতা-র পারুল ও মিত্তির বাড়ির জোনাকি-র ঝুলিতে। প্রিয় স্বামী হয়েছে ধ্রব ওরফে আদৃত। পুরস্কার হাতে দেখা গিয়েছে উদয়কে।
নিম ফুলের মধু-র ইশা ছাড়াও, প্রিয় খলনায়িকা হিসেবে আরও দুটো নাম সামনে আসছে। এরা হলেন ফুলকি-র শালিনী ও মিঠিঝোরা-র নীলু।
প্রিয় বর ফুলকি-র রোহিত। প্রিয় ছেলে হিসেবে খবর বাছা হয়েছে অমর সঙ্গী ধারাবাহিকের রাজ ওরফে নীল ভট্টাচার্যকে। প্রিয় বউ হয়েছে ফুলকি ও অমর সঙ্গীর শ্রী।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.