সোমবার যোগ্য, অযোগ্যদের তালিকা প্রকাশ! বেতনের কী হবে? জানালেন ব্রাত্য বসু
সৌভিক মুখার্জী, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) চাকরি হারানো শিক্ষকদের আজ তড়িঘড়ি বিকাশভবনে ডেকে বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে রাজপথে চলা আন্দোলনরত চাকরিহারা প্রার্থীদের বহুদিনের দাবি ছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর অবশেষে সেই দাবি আংশিকভাবে পূরণের ইঙ্গিত দিয়েছে আজকের বৈঠক।
বিকাশভবনের বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয় চাকরিহারারা। তাদের মধ্যে একজন শিক্ষক বলেন, “আমরা প্রথম থেকেই বলেছিলাম যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে। আজ এসএসসি জানিয়েছে এই তালিকা তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী সোমবার অর্থাৎ, ২১ তারিখ সেই তারিখ প্রকাশ করা হবে। পাশাপাশি আরো জানানো হয়েছে, এই তালিকা প্রকাশের আগে আইনি পরামর্শ নেওয়া হবে এবং আইনি মোতাবেক দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একজন চাকরিহারা আন্দোলনকারী বলেছেন, “আমাদের যা বলার ছিল, সবই মন্ত্রীর কাছে তুলে ধরেছি। তবে এখনই বলা যাবে না যে আমরা সম্পূর্ণ আশ্বস্ত। বিষয়টি আইনগতভাবে বিচার করা হবে এবং কীভাবে এগোবে সেটাই দেখার।” তাদের বক্তব্য, যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ তারা আন্দোলনের ময়দান ছাড়বে না।
চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম প্রধান মুখ এদিন স্পষ্ট জানিয়ে দেন, “বৈঠকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য পূরণ হয়নি। যতক্ষণ না আদালত আমাদের নির্দেশ মেনে নিচ্ছে এবং যোগ্যদের চাকরি ফেরত দিচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলনে শামিল হব।”
যদিও তালিকা প্রকাশের প্রতিশ্রুতি এখনো চূড়ান্ত মেলেনি, তবুও আজ বৈঠকের শেষে স্পষ্ট যে, সরকার এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য অনেক দূরে এগিয়েছে। আগামী ২১শে এপ্রিল, সোমবার তালিকা প্রকাশ হলে হাজার হাজার চাকরিহারা প্রার্থীরা তাদের যোগ্যতা পূরণ করার সুযোগ পাবে।
যারা চাকরি হারিয়েছেন, তাঁরা কী বেতন পাবেন? এই নিয়ে প্রশ্ন ছিল শিক্ষকদের মনে। আর এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চাকরিহারারা জানেন, ‘ওঁরা বলেছেন এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে পোর্টাল খুলে দেওয়া হয়েছে।’
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার শুল্ক যুদ্ধের মাঝে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। এদিকে দেশের…
Business Idea: করোনা মহামারীর পর অনেকেই চাকরির আশা ছেড়ে ব্যবসার দিকে পা বাড়াচ্ছে। কারণ অনেকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা সাধারণত কোন ট্যাবলেট বা ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে তার ফিচার, দাম,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার…
This website uses cookies.