লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সৌরভের কারখানা নিয়ে উচ্চবাচ্য নেই! BGBS নিয়ে হতাশ পশ্চিম মেদিনীপুর

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৫ এবং ৬ ফেব্রুয়ারি এই দুইদিন ধরে নিউটাউনে জাঁকিয়ে বসেছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা BGBS 2025। সেই সম্মেলনে মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দাল সমস্ত হেভিওয়েটের শিল্পপতিদের দেখা গিয়েছিল। রীতিমত সম্মেলনের সন্ধ্যা হয়ে উঠেছিল তারকাখচিত মঞ্চ। মূলত বাংলার জন্য বিনিয়োগ এবং লগ্নি টানতেই মরিয়া হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তবে এই সম্মেলনে হাজার হাজার কর্মসংস্থান এর প্রসঙ্গ উঠে এলেও বাদ গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা প্রসঙ্গ।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

প্রসঙ্গ উঠছে সৌরভের ইস্পাত কারখানার

সম্মেলনের প্রথম দিনে অর্থাৎ গত বুধবার রাজ্য জুড়ে মোট ৯১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছিল। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র প্রথম দিনের শেষে এই বিপুল বিনিয়োগের বিষয়ে নিশ্চিত করেছিলেন। সব মিলিয়ে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এল ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মতে, প্রথম দিন মুকেশ আম্বানির ঘোষণা মতো রাজ্যে মোট এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ এবং জিন্দালদের ঘোষণার পর কোনও সন্দেহ নেই যে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সম্পূর্ণভাবে সফল। কিন্তু তবুও থেকে গেল খামতি। আর সেই খামতির উৎসস্থল হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা।

READ MORE:  বাতিল নয়, পরকীয়া করতে চাকরি ছাড়লেন মেদিনীপুরের একই স্কুলের শিক্ষক ও শিক্ষিকা!

গত বছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউরোপ সফরে যোগদান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে একটি লোহার রড তৈরির কারখানা তৈরি করতে চলেছেন। প্রথমে শালবনিতে জিন্দলদের পরিত্যক্ত জমিতে কারখানাটি তৈরি হবে বলে জানান। কিন্তু কয়েক মাস পরে জানা যায়, শালবনিতে নয়, কারখানা তৈরি হবে চন্দ্রকোণায় প্রয়াগ ফিল্ম সিটির পরিত্যক্ত জমিতে। মাত্র ১ টাকায় সেখানে প্রায় ৩৫০ একর জমি রাজ্য সরকার সৌরভের সংস্থাকে দিয়েছে বলেও জানা যায়। তবে এই নিয়ে মামলা উঠল হাইকোর্টে। বিনিয়োগকারীরা অভিযোগ করেন আগে আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করুক রাজ্য সরকার। তার পর যাকে খুশি জমি দেবে তারা।

READ MORE:  Organic Soap Business: দিনে ২ ঘন্টা দিয়ে শুরু করুন পার্ট টাইম ব্যবসা, প্রতিমাসে আয় হবে চাকরির ডবল টাকা | All You Need to Know about Organic Soap Selling Business

ইস্পাত কারখানার ভবিষ্যৎ অনিশ্চিত

শেষে সবটা শুনে আদালতের তরফে ওই জমির বাজামূল্য নির্ধারণ করে টেন্ডার ডাকার নির্দেশ দেওয়া হয়। আর এই দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থা সেবি র উপরে। তবে আদালত সেই সময় জানিয়েছিল যে, ইচ্ছা করলে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাও। যার ফলে এখনও সেই লৌহ ইস্পাত কারখানার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। এদিকে চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি উপস্থিত থাকলেও তাঁর প্রতিশ্রুত লৌহ ইস্পাত কারখানা নির্মাণের বিষয় নিয়ে কোনো কথা ওঠেনি। যার ফলে প্রশ্ন উঠছে সেখানকার বণিক মহলে যে কেন ঘোষণার পর এখনও পর্যন্ত সৌরভের কারখানার একটা ইঁটও গাঁথল না।

READ MORE:  Rohit Sharma's Record: অপয়া তকমা নিয়েই শচীন-ধোনির রেকর্ডে ভাগ বসালেন রোহিত! গুঁড়িয়ে গেল সৌরভের কীর্তি | Rohit Sharma Breaks MS Dhoni, Sachin Tendulkar, Sourav Ganguly's Record

তবে এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের দাবি লৌহ ইস্পাত কারখানা তৈরির জন্য রাজ্য সরকার মাত্র ১ টাকার বিনিময়ে জমি দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই কারণেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়েছেন সৌরভ। কিন্তু প্রথমদিকে সমর্থন পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতির জন্যই সৌরভের কারখানা ঠিকভাবে গড়ে উঠছে না রাজ্যে। এমনকি গত ১৪ বছরে রাজ্যে কোনও বড় শিল্প আসেনি। তাই এই ইস্পাত কারখানার ভবিষ্যৎ আদতে কী হতে চলেছে তা নিয়ে সকলেই বেশ সংশয় প্রকাশ করছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.