স্কুটারের পর বাইকের জগতেও ইলেকট্রিক বিপ্লব আনতে চলেছে Ola
ওলার পরবর্তী চমক হতে চলেছে ইলেকট্রিক বাইক Roadster। যার উৎপাদন শুরু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কোম্পানি। এদিন বাইকটি চড়ে দেখলেন কোম্পানির সিইও ভাবিশ আগরওয়াল। একটি ছোট রাইড নিয়ে বাইকটি পরখ করে দেখলেন তিনি। উল্লেখ্য, গত বছর তিনটি আধুনিক ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচন করেছিল ওলা। যার মধ্যে একটি Roadster। বাকি দুটি ভ্যারিয়েন্ট হল Roadster X এবং Roadster Pro।
বাইকটি চেপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাবিস আগারওয়াল জানান, “তিনি উচ্ছ্বসিত”। ইতিমধ্যে তিন বাইকের দামও ঘোষণা করে ফেলেছে কোম্পানি। তিনটি ভ্যারিয়েন্ট এবং তিনটি ব্যাটারি-সহ লঞ্চ করা হবে বাইকগুলি। দাম যথাক্রমে : Roadster ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ১,০৪,৯৯৯ টাকা, Roadster X ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, ১,১৯,৯৯৯ টাকা এবং Roadster Pro ৬ কিলোওয়াট ব্যাটারি ১,৩৯,৯৯৯ টাকা।
https://twitter.com/bhash/status/1881978416418963868?ref_src=twsrc%5Etfw
গত বছর থেকেই তিন বাইকের বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা অনলাইন বা অফলাই দু’ভাবেই বুকিং করতে পারবেন। বাইকের ডেলিভারি শুরু হবে মার্চ থেকে। জানা গিয়েছে, যে টপ মডেল থাকবে Roadster Pro। এটি ৬ কিলোওয়াট এবং ১৬ কিলোওয়াট আওয়ার, এই দুই ক্যাপাসিটির ব্যাটারি বিকল্প-সহ পাওয়া যাবে। বাইকগুলিতে রেঞ্জ পাওয়া যাবে ১৫১ কিলোমিটার থেকে ২৪৮ কিলোমিটার।
ইলেকট্রিক স্কুটারের পর ইলেকট্রিক বাইক নিয়ে বাজারে নতুন রূপে আত্মপ্রকাশ করতে প্রস্তুত ওলা। বর্তমানে, স্কুটির বাজারে ওলা-কে টক্কর দেওয়ার মতো একাধিক কোম্পানি তাদের স্কুটার নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু, বাইকের ক্ষেত্রে প্রতিযোগিতা এখনও পর্যন্ত সেইভাবে দেখা যায়নি। সুতরাং, বাজারে কেমন ছাপ ফেলে ওলা রোডস্টার সেটাই এখন দেখার।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
This website uses cookies.