স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের
প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধারের তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদানের ক্ষেত্রেও দরকার পড়ে আধার কার্ডের। একই নিয়ম খাটে পড়ুয়াদের ক্ষেত্রেও (Aadhaar Update For Students)। সরকারি প্রকল্পের টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আধার কার্ড খুব জরুরি। তাই শিক্ষা দফতর এর তরফ থেকে পড়ুয়াদের আধার কার্ড তৈরি নিয়ে অনেক আগেই জরুরি ঘোষণা করেছিল। তবে এই আবহে এবার আধার কার্ড নিয়ে এক জরুরি বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর।
সূত্রের খবর, কিছুদিন আগে শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে স্কুলে ভর্তির হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আর এবার সেই আধার কার্ড নিয়ে আরও একটি ঘোষণা করা হল। মূলত আধার আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে। যেখানে বলা হয়েছে, মাত্র ১ বার নয়, স্কুল পড়ুয়াদের আধার যাচাইকরণ করা হবে ২ বার।
বিগত কয়েক বছর ধরে স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী, সবুজ সাথী-সহ একাধিক প্রকল্প জারি করে আসছে। সেই সকল প্রকল্প থেকে যাতে কোনো পড়ুয়া বঞ্চিত না হয় সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুবার স্কুল পড়ুয়াদের আধার আপডেট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এক বার পাঁচ বছর বয়সে ও তার পর ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের নিতে হবে। পাশাপাশি, বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এই গোটা বিষয়টি ভালোভাবে বোঝানো জন্য শিক্ষা দফতর থেকে একটি নয়া উদ্যোগ নিয়েছে। স্কুল শিক্ষা দফতর সম্প্রতি যে নির্দেশিকা পেশ করেছে তাতে একটি কিউআর কোড রয়েছে। সেই কিউআর কোডটি স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিয়োর দেখা মিলছে। সেখানেই সমস্ত বিষয় বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। একই মতামত প্রেরণ করেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘এখন সরকারি যে কোনও সুযোগ সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক। আর আমাদের রাজ্যে ছাত্র-ছাত্রীরা যে হেতু প্রায় সবাই কোনও না কোনও ভাবে উপভোক্তা তাই সে ক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে।”
শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেড়েছে ডিএ (DA)। শুক্রবার সরকারি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পিন বোলিং কোচ দরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং…
প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শুরু হয়নি বৈশাখ। বসন্তের মরশুমে চলছে। কিন্তু বসন্তের লেশ মাত্র নেই।…
Motorola Edge 60 সিরিজের আত্মপ্রকাশের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। এই লাইনআপের প্রথম মডেল হিসাবে…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে কাজ করার তাগিদে অনেকেই নিজের রাজ্য ছেড়ে পাড়ি দেন অন্য রাজ্যে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্ম পাকিস্তানে। বাবা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। বাবার…
This website uses cookies.