স্কুল পড়ুয়াদের জন্য নতুন নিয়ম! এবার আধার আপডেট না করলে মিলবে না কোন সুবিধা
শিক্ষার্থীদের পরিচয় সংক্রান্ত তথ্য নির্ভুল করতে এবার বড়সড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর। এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ড (Aadhaar Card) আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। যা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, স্কুল স্তরে দুটি গুরুত্বপূর্ণ পর্যায়ে শিক্ষার্থীদের বায়োমেট্রিক আপডেট করতে হবে। যেমনটা জানা যাচ্ছে, ৫ বছর বয়সে প্রথমবার আপডেট করতে হবে এবং ১৫ বছর বয়সে দ্বিতীয়বার আপডেট করতে হবে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের উপরেই থাকবে এবং এই কাজ একদম বিনামূল্যে করা যাবে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই পদক্ষেপ মূলত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে পৌঁছে যায় সেজন্যই নেওয়া হয়েছে। যেমন কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, শিক্ষাবৃত্তি বা অন্যান্য প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনো পড়ুয়া বঞ্চিত না হয়। তাই আধার কার্ড আপডেটের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এর পাশাপাশি জেইই (JEE), নিট (NEET), কুয়েট (CUET)-এর মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার আবেদন করার জন্যও এবার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। মূলত পড়ুয়াদের শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী একটি নতুন কিউআর কোড যুক্ত করা হয়েছে। এই কোড স্ক্যান করলে আধার কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিও দেখা যাবে, যেখানে স্কুল পড়ুয়াদের আধার আপডেটের সমস্ত তথ্য দেওয়া থাকবে।
এখন থেকে প্রতিটি স্কুলকে তাদের ছাত্রদের আধার কার্ড আপডেট করানোর দায়িত্ব নিতে হবে এবং বিদ্যালয় জেলা পরিদর্শকদেরও তত্ত্বাবধানের কাজ করতে হবে। পাশাপাশি পড়ুয়াদের ভবিষ্যৎ-এ শিক্ষায় যেন কোনরকম সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে স্কুল পড়ুয়াদের জন্য শুধুমাত্র আধার কার্ড পরিচয়পত্র নয়, বরং ভবিষ্যতে শিক্ষা ও সরকারি সুবিধা পাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে।
বাজারে এখন একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায়। কারণ ক্রেতাদের মধ্যে প্রিমিয়াম ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে।…
টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত হতে সবাই চায়। ভবিষ্যতে নিরাপদ আর্থিক অবস্থা গড়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
This website uses cookies.