স্টাইলিশ ডিজাইন সহ ৪০ ঘন্টা ব্যাটারি, Zebronics লঞ্চ করল প্রথম Open Ear ইয়ারবাডস

Zebronics আজ ভারতে নতুন একটি অডিও প্রোডাক্ট লঞ্চ করল। সংস্থাটি আজ তাদের প্রথম ওপেন ইয়ার ওয়্যারলেস স্টেরিও (ওডব্লিউএস) ইয়ারবাড বাজারে এনেছে। এই নতুন ইয়ারবাডস এর নাম Zeb-Pods O। অত্যাধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি এবং স্লিক ডিজাইনের সাথে এসেছে ইয়ারবাডসটি। এটি সংগীত প্রেমী ও গেমারদের জন্য আদর্শ হবে।

Zeb-Pods O এর দাম ও প্রাপ্যতা

জেব-পডস ও ইয়ারবাডস এর দাম রাখা হয়েছে ১৬৯৯ টাকা। এটি ব্ল্যাক ও গ্রীন কালারে পাওয়া যাবে। অডিও ডিভাইসটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যায়।

READ MORE:  Lava ProWatch X Launched: চলে এল অ্যামোলেড ডিসপ্লে ও ১০ দিন ধরে চলা নতুন স্মার্টওয়াচ, দাম দেখুন

Zeb-Pods O এর ফিচার

আধুনিক ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা‌ হয়েছে জেব পডস ও ইয়ারবাডস। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি আছে। ইয়ারবাডটি কোয়াড মাইক্রোফোন, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি) এবং ডিপ বেস সহ এসেছে। এতে ডুয়েল পেয়ারিং মোড রয়েছে, ফলে দ্রুত একের বেশি ডিভাইসের সাথে ইয়ারবাডসটি যুক্ত করা যাবে।

আরও পড়ুনঃ সস্তায় ২০০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করে চমক দিল Ambrane

READ MORE:  নারীদিবসে প্রিয়জনকে দিন সারপ্রাইজ, কম বাজেটে ভরসা রাখতে পারেন এই উপহারে

এদিকে জেব পডস ও স্প্ল্যাশ-প্রুফ, তাই হালকা জল লাগলেও এটি নষ্ট হবে না। জেব পডস ও ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। বাডসটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার ফলে এটি ১০ মিনিটের চার্জে ৯০ মিনিট প্লেব্যাক টাইম অফার করবে এবং এর কেসে টাইপ-সি চার্জিং পোর্ট উপস্থিত। ইয়ারবাডসটি ওপেন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে, তাই সারাদিন ব্যবহার করলেও সমস্যা অস্বস্তি হয় না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ফুল চার্জে ২০ ঘন্টা চলবে, ইন্টেল আল্ট্রা প্রসেসর সহ Microsoft Surface সিরিজের ল্যাপটপ লঞ্চ হল

Scroll to Top