স্টাইল ও মাইলেজের দুর্দান্ত মিশ্রণ, Hero Passion Xtec সস্তায় দুর্দান্ত বিকল্প তরুণ রাইডারদের জন্য
কম দামি বাইকের মধ্যে বিকল্প অনেক পাবেন। তার মধ্যে যদি কোনও বাইক দুর্দান্ত পারফরম্যান্স এবং উচ্চ মাইলেজ দিয়ে থাকে তাহলে সেটি একটু বেশি আকর্ষিত করে। তেমনই উদ্দেশ্য নিয়ে বাজারে একটি নতুন মোটরসাইকেল এনেছে হিরো, যার দাম খুবই সাশ্রয়ী। আকর্ষণীয় ডিজাইন, চমৎকার মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিন রয়েছে Hero Passion Xtec মোটরসাইকেলে।
ইঞ্জিন পারফরম্যান্স ও মাইলেজ
বাইকে উপস্থিত একটি ১২৩.৬৯ সিসি ইঞ্জিন, সঙ্গে মিলবে ডুয়াল-চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং (ABS) সিস্টেম রয়েছে। এই বৈশিষ্ট্য সাধারণত প্রিমিয়াম বাইকগুলোতে পাওয়া যায়। Hero Passion Xtec এ ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে। বাইকের ইঞ্জিন সর্বোচ্চ ১৫.৯৭ হর্সপাওয়ার এবং ১২.৯০ এনএম টর্ক তৈরি করতে পারে। এটি প্রতি লিটার পেট্রলে প্রায় ৬১ থেকে ৬৩ কিলোমিটার মাইলেজ প্রদান করে।
ডিজাইন ও ফিচার্স
হিরো প্যাশন এক্সটেক একাধিক শক্তিশালী এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি একটি মোটরসাইকেল। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপ মিটারের মতো প্রয়োজনীয় ফিচার্স। মিলবে ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার। একটি ৪.৭৯ ইঞ্চি এলইডি স্ক্রিন রয়েছে, যা গতি এবং মাইলেজ-সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। অন্যদিকে বাড়তি সুবিধার জন্য একটি মোবাইল চার্জিং পোর্টও পাওয়া যাবে। হিরো প্যাশন এক্সটেকের মোট ওজন ১১৩ কেজি।
বাইকের দাম
Hero Passion Xtex এর দাম ৮২,৬৩৮ টাকা (এক্স-শোরুম)। বিভিন্ন ব্যাংক অফারের অধীনে বাইকের উপর ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.