স্টার চিহ্ন থাকলেই ৫০০ টাকার নোট জাল? দেখে নিন RBI-র নির্দেশিকা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিষয়। আর তা হল ৫০০ টাকার নোটে (500 Rupee Note) থাকা ছোট্ট একটি স্টার চিহ্ন। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে শুরু করেছে যে, এই চিহ্ন থাকা নোট বুঝি জাল বা ভুয়ো, কিংবা বাজারে এই নোটের কোন মূল্য নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন রকম জল্পনা বা ধোঁয়াশা। এমনকি কেউ কেউ এই নোট নিতে অস্বীকারও করছেন।
তবে এই পরিস্থিতিতে মুখ খুলেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, স্টার চিহ্নযুক্ত ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং এই নোট দিয়ে লেনদেন করা যাবে। কেউ এই নোট নিতে অস্বীকার করতে পারবেনা।
আসলে এই ধরনের নোটের সংখ্যার পাশে একটি ছোট্ট একটা স্টার চিহ্ন থাকে। আর যেগুলি অনেককেই বিভ্রান্তি করছে। তবে এই স্টার চিহ্ন মানে আসল নোটের একটি প্রতিস্থাপন নোট। অর্থাৎ, ছাপাখানায় যদি কোন নোট ভুল ধরা পড়ে, তা বাদ দিয়ে নতুন করে যে সমস্ত নোট ছাপানো হয়, সেগুলিকে স্টার চিহ্ন দেওয়া হয়। আর এই নোট বহুদিন আগে থেকেই বাজারে ঘোরাফেরা করে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টার চিহ্নযুক্ত নোট সম্পূর্ণরূপে বৈধ থাকবে। আর এই নোট ব্যাংক বা এটিএম থেকেই পাওয়া যায় এবং যেকোনো দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন করা যাবে। এমনকি এই নোট বদলানো বা ফেরত দেওয়ারও কোনরকম দরকার নেই। কেউ যদি এই নোট গ্রহণ করতে অস্বীকার হয়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে।
ধরুন, আপনি কাউকে স্টার চিহ্নযুক্ত একটি নোট দিলেন। এবার সে নোটটি নিতে অস্বীকার করল। তাহলে আপনি প্রথমে তাকে জানাতে পারেন যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নোটকে বৈধ হিসেবে ঘোষণা করেছে। তবুও যদি সে নিতে অস্বীকার করে, তাহলে নিজের নিকটবর্তী ব্যাংকে অভিযোগ দায়ের করতে পারেন। চাইলে আপনি আরবিআই এর কনজিউমার গ্রিভান্স পোর্টালেও অভিযোগ জানাতে পারেন।
আপনার হাতে থাকা ৫০০ টাকার নোটটি আসল বা নকল তা জানতে হলে আপনি আরবিআই এর MANI অ্যাপ ব্যবহার করতে পারেন। পাশাপাশি নোটের জল ছবি, মাইক্রো লেটারিং, সিকিউরিটি থ্রেড, কালার, ইত্যাদি বিষয়গুলি চেক করতে পারেন। প্রয়োজনে ব্যাংকে UV লাইট দিয়েও যাচাই করে নিতে পারেন।
তাই ৫০০ টাকার স্টার চিহ্নযুক্ত নোট নিয়ে যে গুজব বাজারে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। রিজার্ভ ব্যাংক নিজেই এই নোট ইস্যু করেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এগুলি ১০০% বৈধ। তাই ভয় পাওয়ার কোন কারণ নেই, নিশ্চিন্তে এই নোট ব্যবহার করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
This website uses cookies.