স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুণ খবর, সোনা থাকলেই এবার লাখ লাখ টাকা দেবে SBI
আমরা অনেকেই বাড়িতে সোনার গয়না বা অন্যান্য দামি সামগ্রী লকারে রেখে সুরক্ষিত রাখার চেষ্টা করি। কিন্তু যদি বলি সেই সোনা শুধু নিরাপদেই থাকবে না, বরং এর উপর সুদও দেওয়া হবে! ঠিক এমনই একটি সুযোগ নিয়ে আসলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তার Revamped Gold Deposit Scheme (R-GDS)-এর মাধ্যমে গ্রাহকদের সোনা সুরক্ষিত রাখার পাশাপাশি সুদের ব্যবস্থা করে দিচ্ছে। এই স্কিমের আওতায় সোনা জমা রাখলে নির্দিষ্ট মেয়াদ শেষে তা সোনা হিসাবে ফেরত নেওয়া যাবে অথবা বর্তমান বাজার মূল্যে হিসাবে নগদ টাকাও তুলে নিতে পারবেন।
২০১৫ সালে কেন্দ্র সরকার দেশের ঘরে ঘরে থাকা অব্যবহৃত সোনা কাজে লাগানোর জন্য এই স্কিম চালু করেছিল। SBI-এর Revamped Gold Deposit (R-GDS) স্কিমটি তিনটি পৃথক ক্যাটাগরিতে বিভক্ত, যেখানে বিভিন্ন সময়সীমার মধ্যে সোনা জমা রাখা যায় এবং সেই সোনার উপর সুদ পাওয়া যায়।
১) শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট (STBD)- এই ডিপোজিটের মেয়াদ থাকে ১ থেকে ৩ বছর। এখানে সুদের হার ১ বছরের জন্য ০.৫৫% এবং ২ বা ৩ বছরের জন্য ০.৬০%। এটি সরাসরি এসবিআই ব্যাংকের শাখায় খোলা যায়।
২) মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (MTGD)- এই ডিপোজিটের মেয়াদ থাকে ৫ থেকে ৭ বছর। এখানে সুদের হার দেওয়া হয় ২.৫%। এটি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
৩) লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (LTGD)- এখানে ডিপোজিটের মেয়াদ থাকে ১২ থেকে ১৫ বছর। এখানে সুদের হার থাকে ২.৫০%। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এখান থেকে স্থিতিশীল আয় পাওয়া যায়।
SBI-এর এই স্কিম অন্যান্য স্কিমের তুলনায় প্রচুর সুবিধা দিচ্ছে। যেমন-
এই স্কিমে সোনা জমা রাখার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-
তাই যারা বাড়িতে থাকা সোনা কেবল লকারে রেখে দেন, তারা চাইলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে একদিকে যেমন সোনার নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনই সুদের মাধ্যমে আয় করা সম্ভব হবে। তাই আর দেরি না করে আজই নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় গিয়ে এই স্কিমে আবেদন করুন।
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
This website uses cookies.