স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ৪ জিবি র্যাম সহ সস্তায় আসছে Poco M7 5G
Poco তাদের M সিরিজের নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসের নাম রাখা হবে Poco M7 5G। এই ফোনটি সম্প্রতি বাজারে আসা Poco M7 Pro 5G এর এন্ট্রি-লেভেল সংস্করণ হবে। ডিভাইসটি কবে লঞ্চ হবে তা যদিও এখনও নিশ্চিত করা হয়নি। তবে সম্প্রতি গুগল প্লে কনসোলে একে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনের সামনের ডিজাইন এবং এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে।
গুগল প্লে কনসোল থেকে আরও জানা গেছে যে, Poco M7 5G এর সামনের দিকে পুরু বেজেল এবং ফ্ল্যাট ডিজাইন থাকবে। এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল। পোকোর নতুন ফোনটি HD+ রেজোলিউশনের ডিসপ্লের সাথে আসবে। এটি ৪ জিবি র্যাম সহ পাওয়া যাবে। Poco M7 5G অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপার ওএস কাস্টম স্কিনে চলবে। স্মার্টফোনটির দাম ১২,০০০ টাকার নিচে রাখা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই এর আরও ফিচার ও স্পেসিফিকেশন সামনে আসবে বলে অনুমান করা যায়। তার আগে আসুন Poco M7 Pro 5G এর বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।
পোকো এম৭ প্রো ৫জি ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০ নিটের পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য, এতে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য পোকো এম৭ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
সেলফির জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.