লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্পোক ও প্যাডেল ছাড়াই সাইকেল! নতুন হাবলেস সাইকেল দেখে চমকে গেলেন মোদি

Updated on:

সাইকেলের চাকা আছে অথচ কোন স্পোক নেই! এমনকি কোন পেডেলও নেই! কিন্তু তাও দ্রুত গতিতে চলছে! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঠিক এমনই এক অভিনব হাবলেস ইলেকট্রিক সাইকেল তৈরি হল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ। এই ‘Helex’ সাইকেল দেখে চমকে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

‘Helex’ সাইকেল দেখে মোদির কৌতূহল

১৭ই জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হওয়া ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলেন। তখনই তার নজরে পড়ে অন্ধ্রপ্রদেশের একটি সংস্থা ‘Helen Bikes’-এর স্টলে। সেখানে রাখা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলেস সাইকেল।

সাইকেলের দিকে তাকিয়ে বিস্মিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি স্টলে গিয়ে সাইকেলটি উঠিয়ে দেখেন এবং সংস্থার কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন-

  • এই সাইকেলের চাকা কীভাবে ঘরে?
  • প্যাডেল ছাড়া সাইকেলটি কীভাবে চলে?
  • এর ব্যাটারি এবং মোটর কতটা কার্যকর?
READ MORE:  6th Pay Commission: দোলের আনন্দ দ্বিগুণ, ৩ বা ৪ নয়! একেবারে ৭% DA বৃদ্ধির ঘোষণা সরকারের, সঙ্গে মিলবে বকেয়াও | J&K Government Hikes 7% Dearness Allowance

Helen Bikes-এর তরফে কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান, সাইকেলটিতে ইলেকট্রিক মোটর সংযুক্ত করা রয়েছে, যা চাকা এবং ফ্রেমকে একসঙ্গে কাজ করতে বাধ্য করছে। এর ফলে কোনরকম স্পোকের প্রয়োজন হচ্ছে না। এমনকি সাইকেলটি চালানোর জন্য প্যাডেলেরও দরকার পড়ে না।

কী আছে এই হাবলেস ইলেকট্রিক সাইকেলে?

হাবলেস প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি Helen সাইকেলটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এই সাইকেলে রয়েছে- 

  • হাইব্রিড প্যাডেল মোটর- ইচ্ছা হলে প্যাডেল করা যাবে, তবে এটি পুরোপুরি ব্যাটারি চালিত। 
  • রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম- ব্রেক চাপলে ব্যাটারিতে কিছুটা শক্তি পুনরুদ্ধার করা হবে। 
  • নেভিগেশন অ্যাসিস্ট্যান্স- গন্তব্য নির্ধারণের সাহায্য করবে এই প্রযুক্তি।
  • ডুয়াল সাসপেনশন- এটি অফ-রোডিং বা খারাপ রাস্তায় চালানোর জন্য বিশেষ সুবিধাজনক একটি প্রক্রিয়া।
  • থ্রি-লেভেল অ্যান্টি-থেফট অ্যালার্ম- চুরি রোধে এই প্রযুক্তি সাহায্য করবে।
  • ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার- মালিকের অনুমতি ছাড়া কেউ সাইকেল চালাতে পারবে না। 
READ MORE:  LPG Price Hike: মাসের শুরুতেই জোর ঝটকা, ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট | Liquefied Petroleum Gas Cylinder Price Hike

কেমন পারফরম্যান্স দেবে সাইকেলটি? 

Helen Bikes-এর দাবি অনুসারে এটি মাত্র ৩ ঘন্টায় ফুল চার্জ হয় এবং একবার চার্জ দিলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই সাইকেলটির ওজন ৬০ থেকে ৭০ কেজির মধ্যে। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন সাইকেলটি খুটিয়ে দেখছিলেন সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই Helen Bikes-এর অফিসিয়াল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে মোদী অত্যন্ত মনোযোগ দিয়ে সাইকেলটির প্রযুক্তিগত দিকগুলি ভালোভাবে দেখছে। 

READ MORE:  একবার টাকা জমা দিন, সারাজীবন পেনশন পান! LIC নিয়ে আসলো এবার সেরা প্ল্যান

কবে আসবে বাজারে এই সাইকেল? 

বর্তমানে হেলেক্স শুধুমাত্র একটি প্রাথমিক পর্যায়ে রাখা হয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে Helen Bikes-এর কর্মকর্তারা। তবে বাজারে আসলে এটি একটি পরিবেশবান্ধব এবং দ্রুত কার্যকর যাতায়াতের মাধ্যম হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.