স্পোক ও প্যাডেল ছাড়াই সাইকেল! নতুন হাবলেস সাইকেল দেখে চমকে গেলেন মোদি
সাইকেলের চাকা আছে অথচ কোন স্পোক নেই! এমনকি কোন পেডেলও নেই! কিন্তু তাও দ্রুত গতিতে চলছে! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঠিক এমনই এক অভিনব হাবলেস ইলেকট্রিক সাইকেল তৈরি হল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ। এই ‘Helex’ সাইকেল দেখে চমকে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৭ই জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হওয়া ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলেন। তখনই তার নজরে পড়ে অন্ধ্রপ্রদেশের একটি সংস্থা ‘Helen Bikes’-এর স্টলে। সেখানে রাখা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলেস সাইকেল।
সাইকেলের দিকে তাকিয়ে বিস্মিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি স্টলে গিয়ে সাইকেলটি উঠিয়ে দেখেন এবং সংস্থার কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন-
Helen Bikes-এর তরফে কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান, সাইকেলটিতে ইলেকট্রিক মোটর সংযুক্ত করা রয়েছে, যা চাকা এবং ফ্রেমকে একসঙ্গে কাজ করতে বাধ্য করছে। এর ফলে কোনরকম স্পোকের প্রয়োজন হচ্ছে না। এমনকি সাইকেলটি চালানোর জন্য প্যাডেলেরও দরকার পড়ে না।
হাবলেস প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি Helen সাইকেলটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এই সাইকেলে রয়েছে-
Helen Bikes-এর দাবি অনুসারে এটি মাত্র ৩ ঘন্টায় ফুল চার্জ হয় এবং একবার চার্জ দিলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই সাইকেলটির ওজন ৬০ থেকে ৭০ কেজির মধ্যে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন সাইকেলটি খুটিয়ে দেখছিলেন সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই Helen Bikes-এর অফিসিয়াল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে মোদী অত্যন্ত মনোযোগ দিয়ে সাইকেলটির প্রযুক্তিগত দিকগুলি ভালোভাবে দেখছে।
বর্তমানে হেলেক্স শুধুমাত্র একটি প্রাথমিক পর্যায়ে রাখা হয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে Helen Bikes-এর কর্মকর্তারা। তবে বাজারে আসলে এটি একটি পরিবেশবান্ধব এবং দ্রুত কার্যকর যাতায়াতের মাধ্যম হতে পারে।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.