স্পোক ও প্যাডেল ছাড়াই সাইকেল! নতুন হাবলেস সাইকেল দেখে চমকে গেলেন মোদি
সাইকেলের চাকা আছে অথচ কোন স্পোক নেই! এমনকি কোন পেডেলও নেই! কিন্তু তাও দ্রুত গতিতে চলছে! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঠিক এমনই এক অভিনব হাবলেস ইলেকট্রিক সাইকেল তৈরি হল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ। এই ‘Helex’ সাইকেল দেখে চমকে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৭ই জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হওয়া ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলেন। তখনই তার নজরে পড়ে অন্ধ্রপ্রদেশের একটি সংস্থা ‘Helen Bikes’-এর স্টলে। সেখানে রাখা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলেস সাইকেল।
সাইকেলের দিকে তাকিয়ে বিস্মিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি স্টলে গিয়ে সাইকেলটি উঠিয়ে দেখেন এবং সংস্থার কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন-
Helen Bikes-এর তরফে কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান, সাইকেলটিতে ইলেকট্রিক মোটর সংযুক্ত করা রয়েছে, যা চাকা এবং ফ্রেমকে একসঙ্গে কাজ করতে বাধ্য করছে। এর ফলে কোনরকম স্পোকের প্রয়োজন হচ্ছে না। এমনকি সাইকেলটি চালানোর জন্য প্যাডেলেরও দরকার পড়ে না।
হাবলেস প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি Helen সাইকেলটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এই সাইকেলে রয়েছে-
Helen Bikes-এর দাবি অনুসারে এটি মাত্র ৩ ঘন্টায় ফুল চার্জ হয় এবং একবার চার্জ দিলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই সাইকেলটির ওজন ৬০ থেকে ৭০ কেজির মধ্যে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন সাইকেলটি খুটিয়ে দেখছিলেন সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই Helen Bikes-এর অফিসিয়াল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে মোদী অত্যন্ত মনোযোগ দিয়ে সাইকেলটির প্রযুক্তিগত দিকগুলি ভালোভাবে দেখছে।
বর্তমানে হেলেক্স শুধুমাত্র একটি প্রাথমিক পর্যায়ে রাখা হয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে Helen Bikes-এর কর্মকর্তারা। তবে বাজারে আসলে এটি একটি পরিবেশবান্ধব এবং দ্রুত কার্যকর যাতায়াতের মাধ্যম হতে পারে।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.