স্বস্তির নিঃশ্বাস! ইমেইলে যোগ্যদের নাম পাঠানো হল শিক্ষা দপ্তরে, কপাল খুলবে শিক্ষকদের?
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে বছরের পর বছর ধরে যাদের জীবনে শুধু হতাশা আর হতাশা, কোর্ট-কাছারি আর আন্দোলন, তাদের জীবন এবার আসতে চলেছে আশার আলো (SSC Scam)। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সদ্য শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে যোগ্য চাকরিহারাদের নয়া তালিকা। বেশ কিছু সূত্র বলছে, এই তালিকায় রয়েছে প্রায় ১৯ হাজার চাকরিপ্রার্থীর নাম, যারা দীর্ঘদিন ধরে নিজের সম্মান এবং প্রাপ্য চাকরির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
SSC যে তালিকাটি পাঠিয়েছে, তাতে প্রত্যেক চাকরিপ্রার্থীর নাম, তারা কোন স্কুলে কর্মরত ছিলেন এবং কোন পদে নিয়োগ দিলেন সমস্ত কিছু বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। সূত্র বলছে, এই তালিকাটি সরাসরি ইমেইল এর মাধ্যমে পাঠানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে। সবথেকে চমক দেওয়ার বিষয় হল, এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে, যাদেরকে সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণা করা হয়নি।
সূত্র দাবি করছে, আগে থেকেই কমিশনের কাছে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা ছিল। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা আইনি দৃষ্টিতে অযোগ্য নন, তাঁদের তালিকা পাঠানোর দরকার ছিল। আর এই নতুন তালিকায় এমন সব প্রার্থীদের নাম এসেছে, যাদের চাকরি চলে গেলেও আদালতের বিচারে তাদের বিরুদ্ধে কোনরকম অভিযোগ প্রমাণিত হয়নি।
সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী একত্রিত হয়ে দাবি করছে, যোগ্যদের আলাদা করে তালিকা প্রকাশ করা হোক। আর এই দাবি মেনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা বিকাশভবনে বৈঠক সেরেছিলেন। সেখানে শিক্ষামন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন, কমিশন ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়ার প্রক্রিয়া চলছে।
বৈঠকের পর চাকরিহারাদের দাবি মেনে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, তারা রবিবারের মধ্যেই তালিকা তৈরির কাজ শেষ করতে চান। ফলে ২১শে এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে রাখি, এই তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
তবে যাদের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে এক বৃহৎ অংশ এখন আশায় দিন গুনছেন। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন, আইনি লড়াইয়ের পর হয়তো অবশেষে তারা তাদের সম্মান এবং চাকরি ফিরে পেতে পারেন। এখন দেখার যোগ্য তালিকা কবে প্রকাশিত হয় এবং জল কোনদিকে গড়ায়।
প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক মাস আগেই রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষে পা দিতেই নতুন চমক ইস্টবেঙ্গলে(East Bengal)! পুরনো বাংলা বছরের স্মৃতি…
ভিভো শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন বাজারে আনছে। কোম্পানিটি নিশ্চিত করেছে আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে। 2022 সালের India Hood এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট…
স্যামসাং তাদের প্রিমিয়াম স্মার্টফোনের উপর বাংলা নববর্ষের অফার ঘোষণা করল। এই অফারে সংস্থার প্রিমিয়াম ফোন…
This website uses cookies.