লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্বামীর মৃত্যুর পর দিশেহারা, অবসাদগ্রস্ত হয়ে চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী, একদিনেই অনাথ এক বছরের সন্তান

Published on:

মাঝেমধ্যে এমন কিছু ঘটনার কথা আমরা জানতে পারি যা আমাদের মনকে বিষাদে পরিপূর্ণ করে তোলে। সে সমস্ত ঘটনার কথা জানলে মনে হয়, কেন ঘটল এমন ঘটনা? সম্প্রতি সেই রকমই এক মন ভারাক্রান্ত করা ঘটনা ঘটেছে। এক রাতের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছে ছোট শিশু।

ঘটনা কী? দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন এক যুবক। বৃহস্পতিবারে মৃত্যু হয় ওই যুবকের।স্বামীর এহেন মৃত্যু মেনে নিতে পারেননি ওই স্ত্রী। আর তার‌পরই বড়সড় সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভাবেননি নিজের সন্তানের কথা।‌স্বামীর মৃত্যুর পরেই আত্মঘাতী হন তিনি বলে অনুমান।

READ MORE:  Maruti Suzuki: এপ্রিলে ফের গাড়ির দাম বাড়াচ্ছে Maruti Suzuki! এবার কতটা? জানাল কোম্পানি | Maruti Company Hiking Car Price

আজ অর্থাৎ শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার করা হয় ওই মহিলার ঝুলন্ত দেহ। অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। সবথেকে বড় বেদনার বিষয়, মাত্র এক রাতের ব্যবধানেই বাবা-মাকে হারাল মাত্র ১ বছর বয়সী সন্তান। এই মৃত্যু চরম বেদনার। বলাই বাহুল্য, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রূপেশ।

READ MORE:  দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি! অ্যামাজনে বিশ্বের বৃহত্তম আদিম অ্যানাকোন্ডা খুঁজে পেলেন বিজ্ঞানীরা

মাত্র তিনবছর আগে ফিরোজাবাদের রিনার সঙ্গে বিয়ে হয় তাঁর। এর‌ইমধ্যে তাদের জীবন জুড়ে আসে সন্তান। কিন্তু এর‌ইমধ্যে রূপেশের কিডনির অসুখ ধরা পড়ে। বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। সবার সব চেষ্টা ব্যার্থ করে বৃহস্পতিবার মারা যান তিনি। স্বামীর মৃত্যু শোক মেনে নিতে পারেননি রিনা।

রূপেশের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে রিনা বলতে থাকেন, তাঁর জীবনে আর কিছুই বাকি থাকল না। এরপর রূপেশের শেষকৃত্য করার পর তাদের বাড়ি থেকে চলে আসেন প্রতিবেশীরা। শুক্রবার সকালে আর দরজা খোলেননি রিনা। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে সবাই দেখে , সিলিংয়ের সঙ্গে ঝুলছেন রিনা। স্বামীকে হারানোর শোক সামলাতে পারেননি রিনা। যদিও শিশুর কথা ভেবে চোখে জল সবার।

READ MORE:  Indian Railways: দার্জিলিং ও সিকিম ভ্রমণ আরও সহজ! শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচী

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.