স্বামী কোমায় দিতে হবে এক লাখ! ICU থেকে পালিয়ে এসে হাসপাতালের জালিয়াতি ফাঁস করলেন রোগী

বর্তমান সময়ে যে সমস্ত ব্যবসা গুলি রমরমিয়ে ভারতের বাজার দখল করেছে তার মধ্যে অন্যতম হলো হাসপাতালে ব্যবসা। হ্যাঁ ব্যবসা‌ই বলা ভালো কারণ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে বর্তমান সময়ে বেসরকারি হাসপাতাল গুলি শুধুমাত্র ব্যবসা করছে।

এমনকি মাঝেমধ্যে রোগীদের আটকে রেখে রোগীর পরিবারকে বিভ্রান্ত করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে‌। এমন কি কিছু কিছু ক্ষেত্রে রোগী মারা যাওয়ার পরেও বাড়ির লোককে তার অবস্থা সংকটজনক বলে টাকা চেয়েছে বেসরকারি হাসপাতাল। এমন সব মারাত্মক অভিযোগ উঠেছে।

READ MORE:  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভাঙল ভারতের ৪০ বছরের বিশ্বরেকর্ড

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ঘটনার কথা ভাইরাল হয়েছে। যেখানে স্বামী আইসিইউতে কোমায় রয়েছে বলে মিথ্যে কথা বলে রোগীর স্ত্রীর কাছ থেকে এক লক্ষ টাকা হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের ভন্ডামো ফাঁস করেছেন স্বয়ং সেই অসুস্থ যুবক‌।

বান্টি নিনামা নামক হয়ে যুবককে আইসিইউ-তে আটকে রেখে তার স্ত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করে মধ্যপ্রদেশের রতলম জেলার এক হাসপাতাল। স্বামী নাকি কোমায় চলে গেছে ওই তরুণীকে এমনটাই জানিয়ে ছিল বেসরকারি হাসপাতাল। এরপর আইসিইউ রুম থেকে পালিয়ে বাইরে এসে পুরো ঘটনা ফাঁস করে দিয়েছেন খোদ রোগী।

READ MORE:  কমদামে অজস্র ফিচার্স, ভারতে লঞ্চ হল Apple-র সবথেকে সস্তার IPhone 16e

https://x.com/LaxmiVidios/status/1896936632244138156

জানা গেছে, ওই রোগী এক মারামারিতে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে ‘গীতা দেবী হাসপাতাল’ এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে হাসপাতালে ৫০ হাজার টাকা জমা দেন ওই যুবকের স্ত্রী। কিন্তু এরপর হাসপাতালের তরফে জানানো হয় তার স্বামী কোমায় চলে গেছে। চাওয়া হয় ১ লক্ষ টাকা।

কিন্তু এর‌ই মাঝে হঠাৎ আইসিইউ থেকে স্বামীর চিৎকার শুনতে পান তাঁর স্ত্রী। আর তাতেই ফাঁস হয়ে যায় ওই বেসরকারি হাসপাতালের কর্মীদের জালিয়াতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলম জেলায়। হাসপাতালে তার হাত পা বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন বান্টি। এরপর হাসপাতালের আইসিইউ থেকে পালান যুবক। তিনি ফাঁস করে দেন পুরো জালিয়াতি। আসে পুলিশ। যদিও কী ব্যবস্থা নেওয়া হয়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে তা জানা যায়নি।

READ MORE:  হ্যাক হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট, ঘটনার তদন্তে টুইটার বিশেষজ্ঞরা

 

Scroll to Top