শ্বেতা মিত্র, কলকাতা: কৃষকরা আমাদের দেশের ভিত্তি। ভারতের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। চাষের কাজে পরিস্থিতি সব সময় অনুকূল থাকে না। আয় ব্যয় সব সময় সমান হয় না। তাছাড়া সব জায়গার মাটি সব রকম ফসল চাষের অনুকূল হয় না। এই পরিস্থিতি থেকে কৃষকদের উদ্ধার করার জন্য রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য যোজনা (PM Matsya Sampada Yojana)। এই প্রকল্পের আওতায় চাষিদের মাছ চাষের জন্য উৎসাহিত করে সরকার।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মাছ চাষীদের জন্য সুখবর
এ জন্য ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদানের ব্যবস্থাও রয়েছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। এবার হয়তো প্রশ্ন উঠবে, সবাই তো মাছ চাষ করতে পারেন না বা কী করে মাছ চাষ করতে হয় সে ব্যাপারে জানা নেই, তাহলে তাঁদের কী করণীয়? এর জন্যও রয়েছে সমাধান। ভর্তুকির পাশাপাশি সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সকল শ্রেণী এবং তফসিলি জাতির মহিলাদের ৬০ শতাংশ এবং সাধারণ ও অন্যান্য অনগ্রসরদের ৪০ শতাংশ অনুদান দেওয়া হয়।
এই প্রকল্পের অধীনে আবেদনকারী ব্যক্তিগত জমিতে বা লিজ নেওয়া জমিতে মাছের খাবার হ্যাচারি স্থাপন, পুকুর তৈরি, বায়োফ্লক, আরএএস, ফিড মিল, কোল্ড স্টোরেজ ইত্যাদির জন্য বিভাগ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পেতে পারেন। একই সঙ্গে বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
রয়েছে ভালো আয়ের সুযোগ
চিংড়ি চাষ করে বেশ ভাল অংকের আয় করার সুযোগ রয়েছে। চিংড়ি চাষ করে কয়েক লাখ টাকা উৎপাদনের সুযোগ রয়েছে বলেও দাবি করা হচ্ছে। মাছ চাষ করার কাজ শুরু করার আগে প্রশিক্ষণ নিয়ে রাখা সব থেকে ভাল। দরকারে অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন, মাটি, জল ইত্যাদি পরীক্ষা করার কথাও ভেবে দেখতে পারেন। পরিস্থিতি বুঝে তারপর কাজে হাত দিন।