সৌভিক মুখার্জী, কলকাতা: চারিদিকে যেন বিয়ে লেগেই রয়েছে। আর এরই মধ্যে গত ১৫ দিন ধরে ভারতে শেয়ারবাজার এক ভয়ানক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। Sensex, Nifty সবকিছুই এখন রেড জোনে। একের পর এক সংস্থা লোকসানের মুখোমুখি হচ্ছে, বিনিয়োগকারীরাও চিন্তিত। তবে এই মন্দার মাঝেও সোনার বাজার নতুন চমক দিচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যেখানে শেয়ার বাজারের গ্রাফ নামছে, সেখানে সোনার দাম লাগাতার বাড়ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ১০ গ্রামের দাম (Gold Rate) পড়বে আর ৮৮,০৯০/- টাকা। ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৮০,৭৫০/- টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৬৬,০৭০/- টাকা। শুধু কলকাতা নয়, নয়া দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৮৬,৪৪০/- টাকা, যা গতকাল ছিল ৮৬,২৪০/- টাকা। পাশাপাশি ভোপালে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৯,১৭৩/- টাকা, যা গতকাল ছিল ৭৮,৯৮৯/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য প্রতি ১০ গ্রাম ৮৬,৩৭০/- টাকা, যা গতকাল ছিল ৮৬,১৭০/- টাকা।
তবে রুপোর দামে কিছুটা নিম্নপতন দেখা গেছে। নয়া দিল্লিতে আজ ১ কেজি রুপো কিনতে গেলে পড়বে ৯৫,৬৩০/- টাকা, যা গতকাল ছিল ৯৬,৬৩০/- টাকা। আবার ভোপালে ১ কেজি রুপো কিনতে গেলে আজ পড়বে ৯৫,৫৫০/- টাকা, যা গতকাল ছিল ৯৬,৫৬০/- টাকা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাজারে ধস, তবুও বাড়ছে কেন সোনার দাম?
বিশেষজ্ঞরা মনে করছে, যখনই শেয়ারবাজারে মন্দা নেমে আসে তখন বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের জন্য সোনাকে বেছে নেন। বর্তমানে ভারতীয় বাজার থেকে বিদেশী বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করছে। ফলে বাজারে নগদ টাকা কমায় বিনিয়োগকারীরা ভয় পেয়ে সোনায় বিনিয়োগ করছে। চিন্তার বিষয় হল, এরকম প্রবণতা চলতে থাকলে ২০২৫ সালের শেষে সোনার দাম ৯৫,০০০/- টাকা প্রতি ১০ গ্রামে পৌঁছাতে পারে।
এখনই কি সোনা কেনার উপযুক্ত সময়?
আপনার মাথায় যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে বিশেষজ্ঞদের মতে এখনই সোনা কেনার উপযুক্ত সময়। কারণ সোনার দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে। তাই যারা আগেভাগে কিনবেন তারা বেশি লাভবান হবেন। তবে যারা বাজারের ওঠানামা ভালো বুঝতে পারেন না, তারা ধীরেসুস্থে বিনিয়োগ করতে পারেন।
সোনার আসল মান কীভাবে বুঝবেন?
অনেকেই সোনা কেনেন, কিন্তু সোনার আসল মান সম্পর্কে জানেন না। প্রথম কথা, হলমার্ক ছাড়া কোন সোনা কিনবেন না। কারণ BIS (Bureau of Indian Standards) হলমার্ক সোনার একমাত্র সরকারী মানদন্ড। প্রতিটি ক্যারাটের জন্য নির্দিষ্ট হলমার্ক নম্বর দেওয়া থাকে। যদি আপনি হলমার্ক পরীক্ষা না করেন, তাহলে প্রতারণা শিকার হতে পারেন। তাই আগেভাগেই সাবধান থাকা জরুরী।