হাইকোর্টের নির্দেশে কাটছে ভাবাদিঘি জট, ৩ মাসেই বিষ্ণুপুর-তারকেশ্বর রেল প্রোজেক্ট শুরু
শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার বড় সাফল্য পেল রেল। কলকাতা হাইকোর্ট-এর নির্দেশের পর অবশেষে বাংলার এক রেল লাইনে খুব শীঘ্রই ট্রেনের চাকা গড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ কথা হচ্ছে পূর্ব রেলের তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প (Bishnupur-Tarkeshwar Rail Project) নিয়ে। একাধিক জায়গায় কাজ হলেও ভাবাদিঘি নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে রেলকে। এই জায়গার জন্য দীর্ঘ ৮ বছর ধরে আটকে রয়েছে রেলের কাজ। অনেক প্রচেষ্টা স্বত্বেও জমি অধিগ্রহণের কাজ করে উঠতে পারেনি রেল। তবে এবার টনক নড়ল কলকাতা হাইকোর্ট-এর। এই রেল প্রকল্প নিয়ে বড় রায় দিল আদালত।
ভাবাদিঘির ক্ষতির আশঙ্কায় তার উপর দিয়ে রেলপথ নিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তিতে বন্ধ জমি অধিগ্রহণের কাজ। এই নিয়ে আবার জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। তবে এবার রায় দিল আদালত। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে হইকোর্ট কী রায় দিয়েছে? বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়নি, এমন এলাকায় তিন মাসের মধ্যে আইন মেনে ক্ষতিপূরণ দিয়ে কাজ শুরু করতে হবে।
শুধু তাই নয়, রাজ্যকেও বিশেষ নির্দেশ দিয়েছে আদালত। অধিগ্রহণের কাজের জন্য রাজ্যকে রেলকে পূর্ণ সাহায্য করতে হবে। জানা গিয়েছে, যেসকল জায়গায় ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছেন সেই অঞ্চলগুলিতে আগামী ৬ সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ।
দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্প নিয়ে প্রধান বিচারপতি জানান, ‘তা হলে তো এই প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি আশা করব, তিনি নিজে থেকে উদ্যোগী হয়ে এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে রেলকে সহযোগিতা করবেন। আড়াই লক্ষ মানুষের স্বার্থের চেয়ে আড়াইশো মানুষের স্বার্থ বড় হতে পারে না।’
এদিন আদালতে স্থানীয়দের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী জানান, দিঘির উপর দিয়ে রেলপথ হলে দিঘির জলের প্রবাহ বাধা পাবে। তিনি জানান, “দীঘির জল এলাকার মানুষের কৃষিকাজে ব্যাবহার হয়। সাধারণ দিঘির জল অন্যান্য কাজেও ব্যবহার করেন।” যদিও তাঁর যুক্তি খারিজ করে দিয়েছে আদালত।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
This website uses cookies.