হাইকোর্ট থেকে কোনও আদালতেই হবে না কাজ! আন্দোলনে রাজ্যের আইনজীবীরা
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শাসকদলের বিরুদ্ধে বিরোধী দলগুলির ডাকে অনেকবার ধর্মঘট এবং আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে কোনো কোনো আন্দোলন যেমন সরাসরি প্রভাব ফেলেছিল রাজ্যে। আবার কোথাও কোথাও সেই ধর্মঘট ও আন্দোলন সেরম প্রভাব ফেলতে পারেনি রাজ্যবাসীর কাছে। তবে এই আবহে এবার আন্দোলন এবং ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গের সকল আদালতের আইনজীবীরা (Lawyers)।
আসলে বিচার ব্যবস্থায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য আইনজীবীদের ধর্মঘটে লাগাম টানতেই কেন্দ্রীয় সরকার সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে। যেখানে নয়া বিধিতে সংশোধনী আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আইনজীবীরা তাঁদের প্রতিবাদকে আন্দোলন, বয়কট, ধর্মঘট, যে নাম দিয়ে থাকুন না কেন, একদিনের জন্যও যেন বিচারপ্রার্থীরা সমস্যায় না পড়েন। অর্থাৎ আন্দোলন অথবা বয়কটের জন্য যদি বিচার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, বা সাধারণ মানুষকে ফিরে যেতে হয়, তাহলে ওই প্রতিবাদকে বেআইনি ঘোষণা করা হবে।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপাতত খসড়া বিল প্রকাশ করা হয়েছে। তাই প্রথা মেনে সকলের কাছে অভিমত চাওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রের এই খসড়া বিল দেখে আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছে। এই ব্যাপারে গতকাল অর্থাৎ শুক্রবার বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা। অনেকক্ষণ ধরে তাদের এই বৈঠক হয়। শেষে দিল্লির একাধিক নিম্ন আদালত জেলা বার অ্যাসোসিয়েশন ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ জানাতে ধর্মঘটের ডাক দেয়। জানা গিয়েছে আগামী সোমবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করতে চলেছে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা।
সেক্ষেত্রে আইনজীবীদের একটাই অভিযোগ, আইনজীবীদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই এই বিল অগণতান্ত্রিক। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ”নয়া সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এই ধর্মঘট। যদি নয়া আইনে সংশোধন না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব।” তাই সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতের বিচারপ্রক্রিয়া স্তব্ধ হয়ে যেতে পারে।
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এবার আপনারও যদি রবিবার করে…
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক সহায়তা…
Infinix Note 50 সিরিজ মার্চের প্রথমে গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। সংস্থা এই লাইনআপে বিশ্ববাজারে…
দেশজুড়ে গরমের দাবদাহ শুরু হতেই মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা সামনে এল। জানা গিয়েছে যে, প্যান্টের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বিদেশে ভ্রমণ মানেই পয়সা খরচ, এমনটা হয়তো অনেকেই ভেবে থাকেন। তবে জানেন…
বাজেট স্মার্টফোন ব্র্যান্ড আইটেল (itel) তাদের আসন্ন এআই-চালিত ফোনের মাধ্যমে ভারতীয় বাজারে আলোড়ন ফেলার প্রস্তুতি…
This website uses cookies.