লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হাইকোর্ট থেকে শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পথে আরও এক বাঙালি

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: সাধারণত দেশের হাই কোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। তবে এবার সেই নিয়োগে খানিক পরিবর্তন আনা হয়েছে। জানা গিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কয়েকটি জিনিসকে বেশ মান্যতা দেওয়া হয়। মেধা, সততা, কর্মদক্ষতা এবং কাজের যোগ্যতা। আর সেই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে মনোনীত হতে চলেছেন কলকাতা হাইকোর্টের এক স্বনামধন্য বিচারপতি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম আলোচনার ভিত্তিতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে (Justice Jaymalya Bagchi) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। যা কলকাতার হাইকোর্টের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন। অর্থাৎ আগামী দিনে দেশের প্রধান বিচারপতিও হতে পারেন বিচারপতি বাগচী।

READ MORE:  যেখানে সেখানে ব্যারিকেড নয়! মানতে হবে নির্দিষ্ট নিয়ম, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি

রেকর্ড সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ১৮ জুলাই আলতামাস কবীর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছিলেন। এবং তারপর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি ওই আসনে বসেননি। এছাড়াও সুপ্রিম কোর্টের তথ্য বলছে ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে থাকবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। আর তারপরেই প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন এই বাঙালি বিচারপতি বাগচী। আশা করা যাচ্ছে ২০৩১ সালের ২ অক্টোবর পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির পদ সামলাতে পারবেন। যদিও সে অনেক পরের কথা হলেও কলকাতা হাইকোর্টে এই খবর নিয়ে বেশ উৎসাহী আইনজীবীরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন

২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। হাই কোর্টের বিচারপতি হিসাবে বিচারপতি বাগচী ১৩ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন। মাঝে কিছুদিনের জন্য অর্থাৎ ২০২১ সালের ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও ওই বছরের ৮ নভেম্বরই ফের তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেই থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত৷ অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এর পক্ষ থেকে।

READ MORE:  মাত্র ৫ টাকায় হরিদ্বার! রেল কর্মীর কীর্তিতে উত্তরপাড়া স্টেশনে তুমুল হৈচৈ
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.