হাওড়ায় হাহাকার! জল পাঠাল কলকাতা পুরসভা, কবে মিটবে সমস্যা?
প্রীতি পোদ্দার, কলকাতা: একেতেই ব্যাপক গরম, তার উপর জল যন্ত্রণা (Water Crisis of Howrah), রীতিমত নাজেহাল অবস্থা হাওড়াবাসীর। আর এই সংকটের পিছনে মূল কারণ হল বেলগাছিয়ার ধস। গত বুধবার রাতে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। যার ফলে মাটির নীচে দু’টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয় এবং পদ্মপুকুর জল প্রকল্পের জলাধার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। এদিকে এই পাইপলাইন দিয়ে উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু এই মুহূর্তে জল বন্ধ থাকায় রীতিমত হাত কামড়াতে হচ্ছে বাসিন্দাদের।
শেষ আপডেট অনুযায়ী এই মুহূর্তে পাইপলাইন ফেটে যে বিপত্তি দেখা গিয়েছে, তাতে সব মিলিয়ে হাওড়ায় অন্তত ২২টি ওয়ার্ডে ব্যাহত হয়েছে জল সরবরাহ। কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হাওড়া পুরসভা। তাই গত বৃহস্পতিবার রাত থেকে হাওড়ায় জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা। কোনও কোনও ওয়ার্ডে কোন্নগর এবং উত্তরপাড়া পুরসভার জলের গাড়িও গিয়েছে। কিন্তু সমস্যা হল গাড়ি পাঠালেও জলের সমস্যা মিটছে না হাওড়ার। আজ সকাল থেকেই উত্তর ও মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে জলের লম্বা লাইন দেখা গিয়েছে। বাসিন্দাদের বক্তব্য, জলের গাড়ি পাঠানো হচ্ছে বটে, কিন্তু তা পর্যাপ্ত নয়। ধীরে ধীরে এই সমস্যার জেরে এবার ক্ষুব্ধতা প্রকাশ করল জনগণ।
উত্তর হাওড়ার এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘‘রান্না-খাওয়ার জল নেই ঘরে। স্নান করার জল তো দূরের কথা, এ ভাবে আর কত দিন চলবে। প্রশাসন বলছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। কিন্তু তাতে লাভটা কী হচ্ছে! কোনো সুবিধাই তো জুটছে না সাধারণের কপালে।’’ এদিকে হাওড়ার লিলুয়া, সি রোড, বি রোড, বেলগাছিয়া সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে জলের সংকট। যা নিয়ে মহা সমস্যায় পড়েছে রাজ্যবাসী। আর এই আবহে কলকাতা পুরসভা হাত মেলাল হাওড়া কর্তৃপক্ষ এর সঙ্গে।
এই প্রসঙ্গে হাওড়া পুরকর্তৃপক্ষ এর তরফে বলা হয়েছে, ”জলের সমস্যা দূর করার জন্য ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে কথা হয়েছে। একাধিক পুরসভার চেয়ারম্যানরা সবরকমভাবে সহায়তা করতে এগিয়ে এসেছে।” জানা গিয়েছে ইতিমধ্যে উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ড, শিবপুরের কয়েকটি ওয়ার্ডে এবং মধ্য হাওড়ার টিকিয়াপাড়াতেও জল দেওয়া হয়েছে। এদিকে কলকাতা পুরসভার তরফে ১৫টি জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। তবে হাওড়া পুরকর্তৃপক্ষ জানিয়েছে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার ১২০ হার্টজ OLED ডিসপ্লের সাথে আসতে চলেছে Xperia 10…
Vivo Y39 5G ভারতে ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম সহ পাওয়া…
লঞ্চের সময়, Samsung Galaxy M35 5G এর দাম ছিল ১৯,৯৯৯ টাকা এবং তবে এখন অ্যামাজন…
Honor Pad X9a মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ট্যাবলেটটি গ্রে কালার এবং ৮ জিবি…
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫শে মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Aajker Rashifal ) অনুযায়ী কেমন কাটতে…
This website uses cookies.