সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই দ্রুত সেজে উঠছে পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ব্যান্ডেল জংশন স্টেশন (Bandel)। হাওড়া বিভাগের ব্যান্ডেল জংশনকে একটি বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রেলের তরফে। কলকাতা শহরতলির নেটওয়ার্ক এবং হাওড়া হয়ে নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, দিল্লির সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ স্টেশন, ব্যান্ডেল জংশনের একটি উল্লেখযোগ্য সংস্কার করা হচ্ছে। তবে এবার জানা যাচ্ছে, এই ব্যান্ডেল জংশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে গড়ে তোলা হতে পারে। সত্যিই কি তাই? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ব্যান্ডেল জংশন স্টেশন নিয়ে বড় আপডেট
বর্তমানে, স্টেশনটি মূলত শহরতলির যাত্রীদের জন্য পরিষেবা প্রদান করে, স্থানীয় ট্রেনগুলি এর বর্তমান যাত্রীদের প্রায় ৮০% দৈনিক যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এই স্টেশন নিয়ে প্রায়শই অভিযোগ তুলছেন যাত্রীরা। অফিস টাইমে এই স্টেশনের ওপর দিয়ে ট্রেন দেরিতে চলা থেকে শুরু করে ভিড়ে ঠাসা ট্রেন চলছে। আর তাতে করে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।
হাওড়ার বিকল্প হবে ব্যান্ডেল?
তবে খুব শীঘ্রই এই সমস্যা মিটবে বলে আশ্বাস দিয়েছে রেল। এই ব্যান্ডেল স্টেশন থেকে আগামী দিনে বহু দূরপাল্লার ট্রেন চালানো হবে বলে আশ্বাস দিয়েছে রেল। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ব্যান্ডেল ইয়ার্ডে কোচিং ডিপো এবং স্টেশন উন্নয়নের কাজ চলছে। ব্যান্ডেল থেকেই উত্তর ও পূর্ব ভারতের উদ্দেশে দূরপাল্লার ট্রেন চালানো হবে উদ্দেশ্য। শুধু তাই নয়, ব্যান্ডেলের পাশেই বাঁশবেড়িয়ায় তৈরি হচ্ছে ‘গতি শক্তি কার্গো টার্মিনাল’, যা চলতি বছরই চালু হবে। এতে পণ্য পরিবহণের ক্ষেত্রেও দারুণ সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now