হাতে আর দু’সপ্তাহ, 200MP ক্যামেরার সাথে ঝড় তুলতে আসছে Samsung-এর সবথেকে স্লিম ফোন
Samsung Galaxy S25 Edge অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিল মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এটি দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। ফোনটি ১৬ এপ্রিল বাজারে আসার কথা, যদিও সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে। কিছু সূত্র দাবি করছে, এটি প্রথমে ১৫ এপ্রিল ইউরোপে এবং তারপর ১৬ এপ্রিল ভারতে আসতে পারে। তবে স্যামসাং এই বিষয়ে এখনও মুখ খোলেনি। চলুন দেখে নেওয়া যাক, এই ফ্ল্যাগশিপ মডেল কেমন হতে পারে।
গ্যালাক্সি এস২৫ এজ মাত্র মাত্র ১৬২ গ্রাম ওজনের ও ৫.৮৪ মিমি স্লিম। ফলে এটি স্যামসাং-এর সবচেয়ে পাতলা গ্যালাক্সি এস মডেল পরিণত হতে চলেছে। এত স্লিম হওয়া সত্ত্বেও, ফোনটি পারফরম্যান্সের সাথে কোনও আপস করেনি। উচ্চ-স্তরের স্পেসিফিকেশন থাকবে এতে। কোম্পানি ফ্রেমের জন্য টাইটানিয়াম ব্যবহারের পরিকল্পনা করেছে, যা তার শক্তি ও স্ক্র্যাচ প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত।
গ্যালাক্সি এস২৫ এজ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সাথে ১২ জিবি র্যাম পাওয়া যাবে। ডিভাইসটির ক্যামেরা সিস্টেমের মধ্যে একটি ২০০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। যদিও বর্তমানে উপলব্ধ ফ্ল্যাগশিপ মডেলগুলি ট্রিপল বা কোয়াড ক্যামেরা অফার করে, স্যামসাং-এর ফোনটি চমৎকার ফটোগ্রাফি ক্ষমতার পরামর্শ দেয়। পাতলা প্রোফাইল থাকা সত্ত্বেও, এই ফোনে ৪,০০০ থেকে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা আছে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, এই ফ্ল্যাগশিপে ৬.৬ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিভাইসটিতে ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে। এটি টাইটানিয়াম আইসি ব্লু, টাইটানিয়াম জেট ব্ল্যাক, ও টাইটানিয়াম সিলভার কালার অপশনে উপলব্ধ হবে। ফ্রন্ট ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল হওয়ার আশা করা হচ্ছে। ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে।
Photo Credit – Winfuture
প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগে দুর্নীতির (SSC Case) অভিযোগ ওঠায় গত বছর কলকাতা হাই কোর্টে মামলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ভারতীয় রেলের চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
This website uses cookies.