লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হাতে আর মাত্র দু’সপ্তাহ, মার্চে Xiaomi 15 সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন আসছে ভারতে | Xiaomi 15 Series India Launch Date March 2

Published on:

Samsung Galaxy S25 সিরিজকে চ্যালেঞ্জ জানাতে আসছে Xiaomi 15 সিরিজ। অপেক্ষার অবসান ঘটিয়ে শাওমি ঘোষণা করেছে যে এই স্মার্টফোন লাইনআপ ২রা মার্চ, শনিবার দেশের বাজারে লঞ্চ হবে। এই সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে — Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra। যদিও শাওমি খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে অরিজিনাল চীনা মডেলের মতোই বৈশিষ্ট্য থাকবে।

READ MORE:  ৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Xiaomi 15 ফোনে ৬.৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের ওলেড ডিসপ্লে, ১.৫কে রেজোলিউশন, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১.৩৯ মিমি পরিমাপের পাতলা বেজেল উপস্থিত থাকতে পারে। অন্যদিকে, আরও প্রিমিয়াম Xiaomi 15 Ultra মডেলটিতে ২কে রেজোলিউশনের ৬.৭৩ ইঞ্চি মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

শাওমি ১৫-তে ৫,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। আর শাওমি ১৫ আল্ট্রা ৬,১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই চার্জিং স্পিড থাকবে এতে। উভয় মডেলেই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে। তবে ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের একটি টপ মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  DSLR ভুলে যাবেন! বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে Xiaomi 15 Ultra | Xiaomi 15 Ultra 200MP Periscope Telephoto Camera

Xiaomi 15-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের তিনটি ট্রিপল-ক্যামেরা থাকবে। আর Xiaomi 15 Ultra-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩x অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর (স্যামসাং) থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

READ MORE:  ল্যাপটপের পর এবার ভারতে লঞ্চ হচ্ছে Acer এর স্মার্টফোন, বাজেটের মধ্যে থাকবে জবরদস্ত ফিচার

Photo Credit – Android Headlines

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.