লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হাতে থাকলে সবাই তাকাবে, iPhone 17 Air হবে সবচেয়ে পাতলা, কত দাম থাকবে জানুন

Published on:

iPhone 17 Air নিয়ে চর্চা তুঙ্গে। এটি সবচেয়ে পাতলা আইফোন হবে বলে জানা গেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপল। এই লাইনআপের অধীনে iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max এর সাথে iPhone 17 Air মডেলটি বাজারে আসতে পারে। এটি আইফোন ১৭ স্লিম নামেও আসতে পারে। আজ এর ক্যামেরা ডিজাইন সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন জনপ্রিয় এক টিপস্টার। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

iPhone 17 Air এর ক্যামেরা

টিপস্টার আইস ইউনিভার্স ওয়েইবোতে দাবি করেছে, আইফোন ১৭ এয়ারের ক্যামেরা বাম্প হবে ৪ মিমি পুরু। ক্যামেরা বাম্প সহ এটি ৯.৫ মিমি পুরু বলে জানা গেছে। এর আগে জানুয়ারিতে মিং-চি কুয়ো এমনটাই দাবি করেছিলেন। কুয়ো বলেছিলেন, ফোনটি ক্যামেরা বাম্প ছাড়া মাত্র ৫.৫মিমি পুরু হবে।

এদিকে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৭ এয়ারে থাকবে টাইটানিয়াম ফ্রেম। আর আইফোন ১৭, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম পাওয়া যাবে।

READ MORE:  Champions Trophy 2025: আজব! চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানে খেলতে যাওয়া নিউজিল্যান্ড প্লেয়ারের ফোন চুরি | Rachin Ravindra's Phone Got Stolen In Pakistan Hospital

আর আইফোন ১৭ এয়ার মডেলের দাম রাখা হবে ১,২৯৯ থেকে ১,৫০০ ডলার (প্রায় ১,০৯,০০০ থেকে ১,২৬,০০০ টাকা) এর মধ্যে। এতে ৮ জিবি র‌্যাম এবং অ্যাপল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার এবং এ১৮ বা এ১৯ চিপ থাকবে বলে জানা গেছে।

iPhone 17 Air মডেলে ১২০ হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট এবং ডায়নামিক আইল্যান্ড সহ ৬.৬-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে অ্যাপলের নিজস্ব ৫জি এবং ওয়াই-ফাই চিপ থাকার সম্ভাবনা।

READ MORE:  iQOO Neo 9 Pro 5G Features: শুরু হল iQOO Quest Days সেল, দুর্দান্ত সেলফি ক্যামেরা ও আল্ট্রা ফাস্ট চার্জিং স্মার্টফোনে বাম্পার ছাড় | iQOO Neo 9 Pro 5G Price Cut

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.