লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হাতে ১৫ দিন সময়, e-KYC না করলে আর মিলবে না ফ্রি রেশন! কড়া বিজ্ঞপ্তি সরকারের

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। জনসাধারণের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। নির্দেশ অনুযায়ী কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে রেশন পাওয়ার পথ। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে রেশন কার্ডের e-KYC, এই কাজ না করলেই বন্ধ হয়ে যেতে পারে রেশন পাওয়ার পথ, এমনটাই ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। 

রেশন পেতে আজই করুন এই কাজ

রেশন যোগ্য ব্যক্তির হাতেই যাচ্ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ শুরু করেছিল সরকার। সঠিক উপভোক্তার হাতে রেশন পৌঁছাচ্ছে কি না, সেটা বোঝার উপায় পরিচয় যাচাই। সেটা করার জন্যই এই e-KYC প্রক্রিয়া। এই কাজের জন্য দরকার আধার কার্ড। বায়োমেট্রিক বা OTP ভিত্তিক যাচাইকরণ করে উপভোক্তার পরিচয় যাচাই করা হবে। আধার কার্ড ছাড়াও অন্যান্য তথ্য পত্র দরকার পড়তে পারে। পরিবারের সদস্যদেরও e-KYC যাচাই করে নিতে পারবেন।

READ MORE:  8th Pay Commission: লটারি লাগল সরকারি কর্মীদের, বিরাট বাড়বে বেতন | Good News For Government Employees

কীভাবে করবেন রেশন কার্ডের e-KYC?

১) এর জন্য আপনাকে প্রথমে Mera Ration 2.0 অ্যাপে যেতে হবে। এর সাহায্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা যেতে পারে।

২) প্রথমে আপনাকে Google Play Store -এ যেতে হবে।

৩) এর পরে, আপনাকে Mera Ration 2.0 অ্যাপটি সার্চ করতে হবে। তারপর ইন্সটল করে নিতে হবে।

৪) এর পরে, আপনাকে আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটি দিতে হবে।

READ MORE:  8th Pay Commission: আইন বিভাগ থেকে PSU, নতুন পে কমিশনে এদের বেতন বাড়বে না এক পয়সাও | New Pay Commission Salary Structure

৫) তারপরে আপনাকে ওটিপি দিতে হবে, যা আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে দেওয়া হবে।

৬) এর পরে, আপনাকে এটি জমা দিতে হবে।

৭) এরপর “Manage Family Details” অপশনে ক্লিক করতে হবে।

৮) এরপর সব জরুরি তথ্য দিয়ে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৯) এরপর সাবমিট বাটন ক্লিক করতে হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.