হাত মেলালো চিরপ্রতিদ্বন্দী Samsung ও Apple, স্মার্টফোনে এবার থাকবে বাহুবলী ব্যাটারি
ফোনের ব্যাটারি ক্ষমতা বাড়াতে একসাথে কাজ করতে চলেছে চিরপ্রতিদ্বন্দী Samsung ও Apple। অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চলেছে দুই সংস্থা। যার উপর ভর করে বাড়ানো হবে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। আসলে, Oppo এবং Red Magic এর মতো চীনের সংস্থাগুলি ইতিমধ্যে 7,000mAh এর ব্যাটারিযুক্ত ফোন এনেছে বাজারে।
এই লড়াইয়ে ছাপ ফেলতে এখন সময় এসেছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল। এক সূত্রের দাবি, ফ্ল্যাগশিপ ফোনগুলিতে সিলিকন প্রযুক্তি ব্যবহার করতে চাইছে স্যামসাং। এর জন্য অনুসঙ্গিক উপাদানগুলি তৈরি করছে সংস্থাটি।
এক রিপোর্টে দাবি, স্যামসাং তাদের ফোনের ব্যাটারিতে সিলিকন উপাদান বৃদ্ধি করতে উদ্যোগী। এর জন্য অ্যানোড এবং ক্যাথোড সামগ্রী তৈরি করা হচ্ছে। ব্যাটারিতে একটি সাধারণ সমস্যা হল ফুলে যাওয়া। সংস্থার দাবি এই সমস্যা সমাধান করবে সিলিকন টেক। পাশাপাশি এটি ব্যাটারির কর্মক্ষমতাও বৃদ্ধি করবে। যদিও কবে এই উন্নত ব্যাটারি বিশিষ্ট স্মার্টফোন লঞ্চ হবে তা এখনও অস্পষ্ট।
অন্যদিকে, 2026 সালে অ্যাপল তাদের নিজস্ব ব্যাটারি আনবে বলেও জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, 2026 সালে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে আপগ্রেড প্রযুক্তি চালু করতে পারে অ্যাপল। স্যামসাং এবং অ্যাপল একদিকে যখন রিসার্চ ও ডেভেলপমেন্ট-এ মনোনিবেশ করছে, অন্যদিকে, চীনের ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই বিশাল ব্যাটারি ক্ষমতা-সহ ফোন ইতিমধ্যেই এনে ফেলেছে বাজারে।
Red Magic 10 Pro-তে 7,050mAh ব্যাটারি রয়েছে এবং আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, চীনের সংস্থাগুলি এই বছরের শেষের দিকে 8,000 mAh ব্যাটারির ফোনও আনতে পারে। এই প্রযুক্তি স্যামসাং ও অ্যাপলকে কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে বাড়তি বুস্ট দেবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই ধরনের উচ্চ ব্যাটারি ক্যাপাসিটির ফোন নেই স্যামসাং ও অ্যাপলের। পাশাপাশি দ্রুত চার্জ শেষ হওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এই সকল প্রতিবন্ধকতা পেরিয়ে উন্নত ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে, গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে স্যামসাং ও অ্যাপল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.