হিংসায় জ্বলবে প্রতিবেশীরা, চাণক্যের এই ৫ সূত্র মানলেই ধনী হওয়া কেউ আটকাতে পারবে না

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ এই প্রতিযোগিতার বাজারে সবাই চায় ধনী হতে। কিন্তু সবার ভাগ্যে তা জোটেনা। ধনী সেই হন যার প্রখর কর্ম ক্ষমতা থাকার সাথে সাথে ভাগ্য সঠিক থাকে। আসুন আচার্য চাণক্য (Acharya Chanakya) ধনী হবার জন্য যে সূত্র দিয়েছেন সেগুলো নিয়ে বিশদে আলোচনা করি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আচার্য চাণক্যের মতে আপনি যদি ধনী হতে চান তবে অবশ্যই আগে সত পথে এবং সততার সাথে অর্থ উপার্জন করুন। ভুল উপায়ের অর্থ বেশিদিন ভোগ করা যায়না। জলের মতো বয়ে যায় সেই অর্থ।

READ MORE:  ৫১০০০ টাকা বেসিক বেতনে অষ্টম বেতন কমিশনে ৩৫% পর্যন্ত বেতন ও ভাতা বৃদ্ধির সুখবর!

উপার্জনের সঠিক রাস্তা বের করুন

আপনাকে প্রথমে আপনার উপার্জনের সঠিক রাস্তা বের করতে হবে। তারপর লক্ষ্যে এগোনোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করুন। পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করুন। অল্প সময়ের মধ্যেই আপনার সাফল্য আসবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

চাণক্য এইটাও বলেছেন আপনার ক্ষমতার সাহায্যের মধ্যেই আপনি অর্থ উপার্জন করুন। অন্যের দখলে রাখা টাকা আপনার কোনো কাজেই আসবেনা‌। এই অবস্থায় আফসোস ছাড়া একটা মানুষ কোনোকিছুই করতে পারেনা।

READ MORE:  ইসরাইলকে ভয় দেখানোর জন্য এই দেশ গানপাউডার সাপ্লাই করছে হামাসকে, দেশটি আবার NATO-র সদস্য

চাণক্যের মতে প্রথমে তৈরি করা উচিৎ একটি বাড়ি

চাণক্যের মতে জীবনে সমৃদ্ধি অর্জনের জন্য সর্ব প্রথম একটা বাড়ি তৈরি করা উচিত ব্যক্তির। যেখানে কর্ম সংস্থানের উপায় রয়েছে। আপনি এমন অবস্থান ত্যাগ করুন যেখানে জীবিকা নির্বাহের কোনো সুযোগ নেই। তা না হলে আপনি সর্বদা গরিব থেকে যাবেন।

চাণক্য এইটাও তার সূত্রে উল্লেখ করে গেছেন যে আপনার উপার্জনের অর্থ আপনি বুদ্ধিমানের মতো সঠিক স্থানে ব্যবহার করুন। যদি আপনি বোকার মতো অকেজো স্থানে ব্যয় করেছেন তবে আপনি ভবিষ্যতে অনুশোচনা ছাড়া আর কিছুই করতে পারবেন না। অতয়েব সঠিক কাজে সঠিক সময়ে আপনার উপার্জনের অর্থ ব্যবহার করুন।

READ MORE:  Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone