লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

‘হিন্দু বাঁচাতে গেল তোর পরিবার…’ হুগলিতে সেনা জওয়ানের মুণ্ডু চাই লিখে পোস্টার

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে পহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনা আজও দগদগ করে ফুটছে। সেই ভয়ংকর জঙ্গিহানায় মারা গিয়েছিল ২৬ জন পর্যটক। শুধু তাই নয় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। প্রতিশোধের আগুনে জ্বলছে দেশ জুড়ে। আর এই আবহে এবার এক সেনা জওয়ানের বাড়িতে হুমকি পোস্টার পড়ল। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঘটনাটি কী?

জানা গিয়েছে হুগলির ধনিয়াখালির বাসিন্দা হলেন কাশ্মীরে কর্তব্যরত সেনা (Indian Army) গৌরব মুখোপাধ্যায়। দুই বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এইমুহুর্তে তিনি জম্মু-কাশ্মীরে পোস্টিং রয়েছে। প্রসঙ্গত শহিদ জওয়ান ঝণ্টু আলি শেখ যে ব্যাটেলিয়ানে ছিলেন, সেখানেই তিনি আছেন। কিন্তু গত বৃহস্পতিবার, উধমপুরে ভারতীয় সেনা এবং জঙ্গির সংঘর্ষে মৃত্যু হয়েছে এই বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলি শেখের। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে এক ভয়ংকর ঘটনা ঘটল। সেনা জওয়ান গৌরব মুখোপাধ্যায়ের উদ্দেশে এক হুমকিমূলক পোস্টার পাওয়া গেল।

READ MORE:  Inflation Rate: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমছে চাল, ডাল, তেলের দাম! সুখবর শোনাল RBI | Reserve Bank Of India On Price

থানায় অভিযোগ পরিবারের

সেনা কর্মীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বাড়িতে দু’টি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল, “পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুণ্ডু চাই। হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।” এদিকে সেই পোস্টার দেখার পরেই পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তার ছাপ পড়ে যায়। বয়স্কদের মধ্যে দুশ্চিন্তাও ছড়িয়েছে। তবে এখানেই থেমে থাকেনি, সোমবার ফের ওই বাড়িতে একই বয়ানে হুমকি দেওয়া হয়েছে। এবং সেই পোস্টার জানলা দিয়ে বাড়ির ভিতর ফেলে যাওয়া হয়েছে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই জওয়ানের বাবা গৌতম মুখোপাধ্যায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অভিযোগ জানানো মাত্রই হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বাড়ির সিসিটিভি ফুটেজ ভালো করে পরীক্ষা করেদেখা গিয়েছে যে দুই যুবক স্কুটারে চেপে এসেছিল। কিন্তু তারা কারা তাদের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। গোটা ঘটনা আদেও নিছক মজা নাকি সত্যই ওই যুবকদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে সেই প্রশ্ন উঠেছে।

READ MORE:  Post Office Scheme: স্বামী-স্ত্রী একসঙ্গে পোস্ট অফিসে বিনিয়োগ করে প্রতি মাসে পান ৯২৫০ টাকা পেনশন

এদিকে সেখানকার বিধায়ক অসীমা পাত্র ওই বাড়িতে জন। তিনি বলেন, “প্রশাসন তদন্ত করছে। আমাদের সকলের দাবি, যে বা যারা করেছে, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।” তিনি আরও বলেন, “কেউ চাইছে এলাকায় গন্ডগোল তৈরি হোক। পুলিশ-প্রশাসন তদন্ত করে বের করলেই বোঝা যাবে।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.