হিরো স্প্লেন্ডারের থেকেও ভাল? এই 5 কারণে অন্যদের টেক্কা দিচ্ছে নয়া Honda Shine 100
সদ্য বাজারে এসেছে নতুন মোটরসাইকেল Honda Shine 100। তবে বাইকটি একেবারে নতুন বললে ভুল হবে, সম্প্রতি এটির আপডেটেড ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে যন্ত্রাংশ সাজানো হয়েছে বাইকে। তবে ঠিক কী কী কারণে এই বাইক বাড়ি আনতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক।
কালো এবং কমলা দুটি রং যোগ হয়েছে বাইকে। এর আগে ছিল কালো এবং গোল্ড। এছাড়াও, বাইকে আরও একাধিক রঙের বিকল্প রয়েছে। যেমন, কালো ও লাল, কালো ও নীল, কালো, সবুজ-সহ ধূসর রং। সাদামাটা ডিজাইন হলেও রঙের বিকল্প একাধিক রয়েছে।
এই বাইকে রয়েছে ৯৯.৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.২৮ হর্সপাওয়ার এবং ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন ভারত সরকারের নতুন নির্গমন বিধি অনুযায়ী OBD2B আপডেটেড। সঙ্গে রয়েছে চার গতির গিয়ারবক্স। প্রতি লিটার পেট্রোলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
কম্বি ব্রেকিং সিস্টেম-সহ বাইকের দু’প্রান্তেই রয়েছে ড্রাম ব্রেক। বাইকের ভারসাম্য রক্ষার জন্য সাসপেনশন রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে শক অ্যাবসর্বার।
বাইকের নতুনত্ব বলতে, এটির হেডল্যাম্প, ফুয়েল ট্যাংক এবং সাইড ফেয়ারিংয়ে নতুন গ্রাফিক্স যোগ করা হয়েছে। অ্যালমুনিয়াম গ্র্যাব রেইল ও সিঙ্গেল পিস সিট রয়েছে। বাইকে খুব বেশি ফিচার্স না থাকায় ইঞ্জিনের উপর বাড়তি চাপ পড়ে না, ফলে কম তেলে বেশি মাইলেজ পাওয়া যাবে।
নতুন হোন্ডা সাইন ১০০ এর দাম আগের মডেলের তুলনায় ১,৮৬৭ টাকা বেশি। এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৬৮,৭৬৭ টাকা। দাম এবং উক্ত সুবিধাগুলির কারণে এই বাইক নিত্য রাইডারদের জন্য ভালো বিকল্প হতে পারে।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.