লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হুন্ডাই-মহিন্দ্রাকে টেক্কা দিতে ৭ আসনের গাড়ি আনছে মারুতি সুজুকি, লঞ্চ হবে এই বছরেই | Maruti Grand Vitara Seven Seater Spotted Testing

Published on:

মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতে আরও একটি সেভেন সিটার গাড়ি আনতে চলেছে। তবে এটি কোনও নতুন মডেল নয়, বরং গ্র্যান্ড ভিটারা (Grand Vitara) মডেলটির সাত আসনবিশিষ্ট সংস্করণ রূপে আসছে। সম্প্রতি গাড়িটি রাস্তায় টেস্ট করতে দেখা গিয়েছে। মারুতি গ্র্যান্ড ভিটারা সেভেন সিটার চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে।

Maruti Grand Vitara Seven Seater মডেল আসছে

টাটা সাফারি, হুন্ডাই আলকাজার কিয়া ক্যারেন্স, মাহিন্দ্রা এক্সইউভি ৭০০ এর মতো মডেলগুলির সাথে প্রতিযোগিতা করবে এটি। স্পাই শটে গ্র্যান্ড ভিটারা সাত-সিটের একটি ইউনিট সম্পূর্ণরূপে ক্যামোফ্ল্যাজ অবস্থায় দেখা গিয়েছে। তবে, এতে EV6-এর মতো নতুন এলইডি টেললাইটের সেট ও টেলগেটে একটি সংযুক্ত লাইট বার দেখা গিয়েছে। এমনকি, নতুন অ্যালয় হুইলে গাড়িটি ছুটছে।

READ MORE:  মারুতির বড় ধামাকা, ছয়টি এয়ারব্যাগের অতিরিক্ত সুরক্ষার সঙ্গে লঞ্চ হল Brezza

সাত সিটের মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার অন্যান্য দৃশ্যমান পরিবর্তনগুলি হল লম্বা রিয়ার ওভারহ্যাং, রিয়ার ফেন্ডার এবং সি-পিলার। এছাড়াও, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নতুন হেডল্যাম্প, নতুন গ্রিল, নতুন করে তৈরি সামনের ও পিছনের বাম্পার, শার্ক-ফিন অ্যান্টেনা এবং রুফ রেল।

এই স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (SUV) এর অভ্যন্তরে একটি সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ড এবং একটি নতুন ফ্রিস্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। মেকানিক্যাল স্পেসিফিকেশনের কথা বললে, গ্র্যান্ড ভিটারার সাত সিটের ভেরিয়েন্টে পেট্রোল এবং পেট্রোল-হাইব্রিড প্রযুক্তির ১.৫ লিটার ইঞ্জিন ব্যবহার হতে পারে।

READ MORE:  এপ্রিলের পর আর পাবেন না, আচমকা বন্ধ হয়ে যাচ্ছে মারুতি সুজুকির এই গাড়ি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.