লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হু হু করে দাম কমলো Realme ফোনের, হোলিতে বিরাট সস্তায় Realme Narzo N65 থেকে GT 6T 5G

Published on:

Realme ফোনের উপর বিশেষ হোলি সেল শুরু করেছে Amazon। গত ১২ মার্চ থেকে শুরু হওয়া এই সেল চলবে ১৮ মার্চ পর্যন্ত। বলার অপেক্ষা রাখে না যে এই সেল চলাকালীন আপনি ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন কিনতে পারবেন। Realme GT 7 Pro, Realme Narzo 70 Turbo 5G, Realme GT 6T 5G, Realme Narzo N65 5G সহ একাধিক ফোন এই সেলে কম দামে কেনা যাবে। আসুন অফারগুলি দেখে নেওয়া যাক।

Amazon হোলি সেলে Realme ফোনে অফার

Realme GT 7 Pro

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ৫৪,৯৯৮ টাকায় কেনা যাবে। এর সাথে ২,০০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। আবার ১,৫০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফার আছে। ফিচারের কথা বললে, এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

Realme NARZO 70 Turbo 5G

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৬,৯৯৮ টাকায় কেনা যাবে। এই ডিভাইসের সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দেওয়া হবে।

Realme GT 6T 5G

READ MORE:  হাত থেকে পড়লেও ভাঙবে না, মাত্র 6699 টাকায় সলিড স্মার্টফোন আনল ইনফিনিক্স

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন হোলি সেলছ ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত। এটি ৪,০০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এর সাথে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর এবং ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে।

Realme NARZO N65 5G

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১৩,৪৯৮ টাকায় বিক্রি হবে। এর সাথে রয়েছে ২,৫০০ টাকা কুপন ডিসকাউন্ট। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,৩৪৯ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

READ MORE:  ৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি

Realme NARZO N61

রিয়েলমি নারজো এন৬১ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। ফিচারের কথা বললে, ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.