বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এক নতুন ধরনের জালিয়াতির মুখোমুখি হচ্ছেন, যেখানে অসাধু ব্যক্তিরা ব্যবহারকারীদের মোবাইল ফোনে ব্লার করা ছবি পাঠাচ্ছে এবং ক্যাপশনে প্রলোভনমূলক কিছু যুক্ত করছে। উদাহরণস্বরূপ, ক্যাপশনে লেখা থাকছে “তোমার পুরানো একটা ছবি পেয়েছি” অথবা “এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সে তোমার ভাই” ইত্যাদি। এরফলে কৌতূহলবশত অনেকেই ছবিটি ডাউনলোড বা ওপেন করে ফেলছেন। আর হ্যাকাররা তাদের কার্যসিদ্ধি করে নিচ্ছে।
হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে ইমেজ ব্লার স্ক্যাম
হোয়াটসঅ্যাপ ব্লারি ইমেজ (WhatsApp Blurry Image Scam) জালিয়াতিতে হ্যাকাররা স্টেগানোগ্রাফি নামক প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি ব্যবহার করে কোনো ছবির ভেতরে লুকিয়ে দেওয়া যায় ম্যালিশিয়াস কোড বা ম্যালওয়্যার। ব্যবহারকারী ছবিতে ক্লিক করলেই সেই ম্যালওয়্যার ফোনে ঢুকে পড়ে এবং হ্যাকারদের হাতে চলে যায় আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
এরপর হ্যাকাররা ফোনের টেক্সট মেসেজ, ওটিপি, এমনকি ব্যাংকিং অ্যাপ ও ইউপিআই অ্যাপের তথ্যও দেখে নেয়। ফলে স্বাভাবিকভাবেই আর্থিক এবং ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থেকে যায়।
এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ক্যাম থেকে বাঁচতে কী করবেন?
১. অজানা নম্বর থেকে আসা ছবি বা ভিডিও হঠাৎ করে খুলবেন না। প্রথমে প্রেরকের পরিচয় যাচাই করে নিন।
২. হোয়াটসঅ্যাপে অটো- ফাইল/ফটো ডাউনলোড বন্ধ করে দিন। এ জন্য হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে “Storage and Data” অপশনে গিয়ে মিডিয়া অটো-ডাউনলোড অপশন ডিজেবল করতে হবে।
৩. ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। কারণ লেটেস্ট আপডেটের সাথে সিকিউরিটির প্যাচ থাকে।