১লা এপ্রিল থেকে এইসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, আপনি নেই তো?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক সহায়তা নিশ্চিত করে। প্রতি মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। তবে এবার নতুন নিয়ম আসতে চলেছে এই প্রকল্পে। ১লা এপ্রিল, ২০২৫ থেকে বদল আসছে লক্ষীর ভান্ডার প্রকল্পে। যার ফলে অনেক মহিলা ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। 

কী বলছে নতুন নিয়ম?

লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়মে যদি আপনার ব্যাংক একাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে এবং কেওয়াইসি আপডেট না করা থাকে, তাহলে আপনি আর এই ভাতা পাবেন না। ফলে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। পাশাপাশি ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করা থাকতে হবে।

READ MORE:  রান্নার সময় এই ৭টি জিনিস ভুলেও ব্লেন্ডারে দেবেন না, এগুলি দিলেই হতে পারে ভয়ঙ্কর বিপদ

সরকার জানিয়ে দিয়েছে, এই নিয়ম বদলের মূল উদ্দেশ্য হলো, ভাতা প্রাপকদের সঠিক তথ্য যাচাই করা এবং যোগ্য সুবিধাভোগীদের ভাতা নিশ্চিত করা।

কেন এই পরিবর্তন?

রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ভুয়ো একাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তোলা হচ্ছে বা তথ্যের গরমিল দেখা যাচ্ছে। তাই সরকার এবার সঠিক প্রাপকদের ভাতা পৌঁছে দেওয়ার জন্য আধার কার্ড এবং কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করেছে।

এখন কী করনীয়?

যদি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে অবিলম্বে যেকোনো ব্যাংকের শাখায় আধার কার্ড ও পাসবুক নিয়ে যান। এরপর আধার ও মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করুন। তারপর আধার লিঙ্কিং হয়েছে কিনা তা চেক করুন। 

READ MORE:  TDS থেকে বাড়ি বিক্রি, মিউচুয়াল ফান্ড! ৬ দশকের নিয়ম বদল নতুন আয়কর বিলে

পাশাপাশি ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে আপনার আধার কার্ড, প্যান কার্ড ও ছবি জম দিন। এরপর ফরম ফিলাপ করে কেওয়াইসি আপডেট করুন। কারণ কেওয়াইসি আপডেট না করলে এই প্রকল্পের ভাতা পাওয়া যাবে না। 

কারা এই সুবিধা পাবেন?

লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী কিছু বাধ্যবাধকতা চালু করা হয়েছে। সেগুলি হল-

  • একমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে। 
  • যাদের নাম আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে।
  • সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবে। 
  • তপশিলি জাতি ও উপজাতী শ্রেণীর মহিলারা ১২০০ টাকা ভাতা পাবে। 
  • যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা এবং কেওয়াইসি আপডেট করা, তারাই একমাত্র ভাতা পাবে।
READ MORE:  CISF Recruitment 2025: মাধ্যমিক পাসে CISF কনস্টেবল পদে চাকরি, জারি নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন পদ্ধতি | CISF Constable Recruitment 2025 Eligibility And Online Application Process

মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার প্রকল্প কোটি কোটি মহিলার জীবনযাত্রার মানকে উন্নত করেছে। কিন্তু এই নতুন নিয়ম না মানলে এবং প্রয়োজনীয় কাজ না করলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করুন এবং কেওয়াইসি আপডেট করুন। 

Scroll to Top