১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, লেনদেন চালাতে এখনই এই কাজটি করুন
বর্তমান যুগে ডিজিটাল লেনদেন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সে Google Pay বলুন কিংবা PhonePe, UPI অ্যাপ ব্যবহার না করে একটা দিনও কাটতে পারে না। কিন্তু ১লা এপ্রিল, ২০২৫ থেকে UPI পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন। যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে আপনি আর UPI লেনদেন করতে পারবেন না। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে, ১লা এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন নিয়ম চালু করা হবে। এই নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলি যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে বা নাম্বারগুলি নতুন কারো কাছে চলে গেছে, সেগুলি UPI থেকে সরিয়ে দেবে। এর ফলে ভুল ট্রানজেকশন এবং প্রতারণার হার অনেকটাই কমবে।
NPCI-এর বক্তব্য অনুযায়ী, যে সমস্ত নাম্বার বন্ধ হয়ে গেছে, সেগুলিতে আর UPI কাজ করবে না। এছাড়া যেসব নাম্বার অন্য কাউকে পুনরায় ইস্যু করে দেওয়া হয়েছে বা যদি মোবাইল নাম্বার ও অ্যাকাউন্টের মালিকানা ভিন্ন হয়ে যায়, সেই নাম্বারে আর UPI কাজ করবে না।
UPI লেনদেন চালু রাখার জন্য অবশ্যই নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
বর্তমানে অনেক গ্রাহক তাদের পুরনো নাম্বারের মাধ্যমে UPI ব্যবহার করছেন, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করছে। NPCI-এর ২০২৪ সালের জুলাই মাসের বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রচারণা এড়াতে নিয়মিত UPI তথ্য আপডেট করতে হবে। তাই ব্যাংক এবং UPI পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন প্রতি সপ্তাহে মোবাইল নাম্বার আপডেটের একটি তালিকা তৈরি করে।
যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নাম্বার আপডেট না করেন, তাহলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা যেতে পারে-
তাই আপনি যদি নিয়মিত UPI লেনদেন চালিয়ে যেতে চান, তাহলে দ্রুত আপনার মোবাইল নাম্বার আপডেট করুন এবং UPI অ্যাপের প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন। নাহলে ১লা এপ্রিল, ২০২৫ থেকে Google Pay, PhonePe-তে আর পেমেন্ট করতে পারবেন না।
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে Nothing Phone 2a ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৮,০০০ টাকা ডিসকাউন্ট…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus Nord 4 5G ডিভাইসটি ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। ওয়ানপ্লাস বাজারে…
শ্বেতা মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে তীব্র তাপদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের প্রাণ রীতিমতো…
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
This website uses cookies.