১লা এপ্রিল থেকে রেশন কার্ডে বিনামূল্যে মিলবে উন্নত মানের চাল, সরকারি ঘোষণা
রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় সুখবর! আগামী ১ এপ্রিল থেকে রেশন কার্ডধারীরা একদম বিনামূল্যে উন্নত মানের চাল পাবেন। সরকারের নতুন এই উদ্যোগের ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। তেলেঙ্গানা সরকার উগাদি উৎসব থেকে এই নতুন চাল বিতরণ প্রকল্প চালু করতে চলেছে। যদিও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ইতিমধ্যেই ৩০শে মার্চ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, তবে চাল সরবরাহ শুরু হবে ১ এপ্রিল থেকে।
সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি সুবিধাভোগী প্রতি মাসে ৬ কেজি করে উন্নত মানের চাল পাবেন। এই প্রকল্পের জন্য সরকার ইতোমধ্যেই ৮ লক্ষ টন চাল গুদামে মজুত রেখেছে, যা এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত যথেষ্ট হবে বলে জানা গেছে। এর মধ্যে আরও চাল সংগ্রহ করা হবে, যাতে সুবিধাভোগীদের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়।
তেলেঙ্গানা সরকার কৃষকদের জন্য প্রতি কুইন্টালে ৫০০ টাকা বোনাস দিচ্ছে, যা বর্ষা মৌসুম থেকে কার্যকর হবে। সরকারি সূত্র অনুযায়ী, বিভিন্ন রাইস মিলে ধান থেকে ৮ লক্ষ টন উন্নত মানের চাল প্রস্তুত করা হয়েছে, যা রাজ্যের বিভিন্ন গুদামে সংরক্ষিত রয়েছে। এই চাল পর্যায়ক্রমে রেশন দোকানে পৌঁছে দেওয়া হবে, যাতে সুবিধাভোগীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের রেশন পেতে পারেন।
এই প্রকল্পের আওতায় রাজ্যের ৯১,১৯,২৬৮টি রেশন কার্ড এবং ২,৮২,৭৭,৮৫৯ জন সুবিধাভোগী রয়েছেন, যারা বিনামূল্যে চাল পাবেন। এই চাল পুষ্টিগুণে ভরপুর এবং বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর জন্য অত্যন্ত উপকারী হবে।
তেলেঙ্গানা সিভিল সাপ্লাই বিভাগ রেশন কার্ডধারীদের জন্য স্মার্ট রেশন কার্ড চালু করতে চলেছে। এই কার্ডে QR কোড থাকবে, যা ডিজিটাল পদ্ধতিতে সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ ও যাচাই করতে সাহায্য করবে।
সরকারের দেওয়া উন্নত মানের চাল সাধারণ চালের তুলনায় ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। এতে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ফাইবার, আয়রন এবং জিঙ্ক। এই চাল স্বাস্থ্যকর ও পুষ্টিকর, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী হবে।
তেলেঙ্গানা সরকারের এই নতুন উদ্যোগ রাজ্যের মানুষের জন্য বিশাল স্বস্তি বয়ে আনবে। ১ এপ্রিল থেকে রেশন দোকান থেকে বিনামূল্যে উন্নত মানের চাল সংগ্রহ করতে পারবেন সুবিধাভোগীরা। তাই যারা রেশন কার্ডধারী, তারা যেন তাদের নির্ধারিত দোকান থেকে সঠিক সময়ে রেশন সংগ্রহ করেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দরজা খোলা না পেয়ে শেষমেশ চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন…
প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শেষ হয়নি বসন্ত, কোকিলের কুহু কুহু ডাকে বাঙালির মন এখনও ভাসছে…
ভারতীয় জনতা পার্টি ইদ (EID) উপলক্ষে দেশজুড়ে ৩২ লক্ষ মুসলিম পরিবারকে উপহার দেবে। বিজেপি সংখ্যালঘু…
অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলের শেষ দিনে Realme GT 7 Pro ডিভাইসে ২ হাজার টাকা…
Apple WWDC 2025 ইভেন্টে কোম্পানিটি iOS 19, নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এবং নতুন সফটওয়্যার আপডেটের…
সৌভিক মুখার্জী, কলকাতা: “আমরা মরতে চাই না, এই যুদ্ধ বন্ধ হোক।” এই শ্লোগানে এখন ভাসছে…
This website uses cookies.