নতুন অর্থবছর শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। আর তার সঙ্গে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন (Government Rules), যা প্রত্যক্ষভাবে কোটি কোটি ভারতীয়র উপর প্রভাব পড়বে। বিশেষ করে আধার-প্যান লিঙ্কিং, মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ইউপিআই সংক্রান্ত কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আসছে। তাই আপনি যদি এখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে এই নিয়মগুলি জেনে নেওয়া খুবই জরুরী।
আধার-প্যান লিঙ্ক না করলে কি হবে?
কেন্দ্র সরকার বহুদিন ধরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কথা বলছে, প্রথম দিকে এই সময় সীমা কয়েকবার বাড়ানো হয়েছিল। তবে বর্তমানে লিঙ্ক করাতে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে। তবে এবার এই বিষয়টি আরো কঠোর করতে চলেছে কেন্দ্র সরকার।
জানা যাচ্ছে, ১লা এপ্রিল, ২০২৪ থেকে যদি আপনার প্যান এবং আধার লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন। যেমন-
- যদি আপনি শেয়ারমার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে আয় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আর ডিভিডেন্ট জমা হবে না।
- যদি আপনার প্যান-আধার লিঙ্ক না করে থাকে, তাহলে আপনার বেতন বা ক্যাপিটাল গেইন থেকে বেশি পরিমাণে TDS কাটা হবে।
- ২৬AS ফর্মে কোনরকম ক্রেডিট পাবেন না। অর্থাৎ, কর সংক্রান্ত ছাড় পাবেন না এবং সমস্যার সম্মুখীন হতে পারেন।
মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে আসছে কঠোর নিয়ম
শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা SEBI নতুন নিয়ম চালু করতে চলেছে ১লা এপ্রিল, ২০২৫ থেকে। নতুন নিয়ম অনুযায়ী, সকল মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নমিনি তথ্য আপডেট করতে হবে। যদি কেউ কেওয়াইসি ডিটেলস আপডেট না করেন, তাহলে সরাসরি তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে।
ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
১লা এপ্রিল, ২০২৫ থেকে NPCI ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বড়সড় কিছু পরিবর্তন আনতে চলেছে। জানা যাচ্ছে, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিংক করা রয়েছে, তার মোবাইল নাম্বার যদি দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, তাহলে সেই ইউপিআই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
যদি আপনার পুরনো ফোন নাম্বার বন্ধ হয়ে যায় বা নতুন নাম্বার পরিবর্তন করে থাকেন, তাহলে দ্রুত সেই অ্যাকাউন্ট আপডেট করুন। নাহলে ইউপিআই লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আধার-প্যান লিঙ্ক করত ভুলবেন না। নাহলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।