১লা ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে বড় পরিবর্তন, এই নিয়ম না মানলেই লেনদেন বাতিল হবে

বর্তমান ডিজিটাল লেনদেনের যুগে ক্যাশ টাকার ব্যবহার ক্রমশ কমে আসছে। একসময় কার্ড পেমেন্ট ছিল সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এখন ইউপিআই পেমেন্ট প্রক্রিয়াকে আরো সহজ করে তুলেছে। অনলাইন কেনাকাটা হোক বা দৈনন্দিন লেনদেন, এখন সবার কাছেই ইউপিআই খুব গুরুত্বপূর্ণ। তবে ১লা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আসছে, যা প্রত্যেক ব্যবহারকারীদের জানা অত্যন্ত জরুরী।

কী পরিবর্তন আছে ইউপিআই লেনদেনে?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি ঘোষণা করেছে যে, ১লা ফেব্রুয়ারি থেকে কোন ইউপিআই লেনদেন আইডিতে বিশেষ অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যদি কোন অ্যাপ বা প্লাটফর্ম লেনদেন আইডিতে বিশেষ অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার যোগ করে, তাহলে সেই লেনদেন বাতিল হয়ে যাবে। এই পরিবর্তন শুধুমাত্র ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য নয়, সাধারণ গ্রাহকদের জন্যও প্রযোজ্য হবে। 

READ MORE:  NTPC Recruitment 2025: শুরুতেই বেতন ৭০ হাজার, NTPC-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে | NTPC Limited Recruitment

নতুন নিয়মের কারন কী?

NPCI চায়, ইউপিআই লেনদেনের প্রক্রিয়াটিকে আরো সহজ এবং সুরক্ষিত করে রাখতে। তাই সমস্ত ব্যাংক ও ফিনটেক কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, লেনদেন আইডিতে কেবলমাত্র আলফা নিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করতে হবে। যদি কোন অ্যাপস বা পরিষেবা এই নিয়ম অনুসরণ না করে, তাহলে সংশ্লিষ্ট লেনদেন বাতিল হয়ে যাবে।

এর আগে কি এই বিষয়ে কোনো নির্দেশিকা জারি হয়েছিল?

হ্যাঁ, NPCI আগেও এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল। গত ২০২৪ সালের মার্চ মাসে লেনদেন আইডির দৈর্ঘ্য ৩৫ অক্ষরের সীমাবদ্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছিল। NPCI এর তরফ থেকে আগে এই সীমা ৪ থেকে ৩৫ অক্ষরের মধ্যে ছিল, যা এখন আবারও কার্যকর করা হয়েছে।

READ MORE:  BOI Apprentice Recruitment 2025: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, স্নাতক হলেই চাকরি | Bank Of India Recruitment

ইউপিআই এর জনপ্রিয়তা দিন দিন আরো বাড়ছে

ভারতের ডিজিটাল পেমেন্টের মধ্যে ইউপিআই এর মাধ্যমে বর্তমানে ৮৩ শতাংশ হয়ে থাকে। ৫ বছর আগে ২০১৯ সালে এই হার ছিল মাত্র ৩৪ শতাংশ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে, NEFT, RTGS, IMPS, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের হার কমে মাত্র ১৭ শতাংশে নেমে গেছে, যেখানে ২০১৯ সালে এটি ছিল ৬৬ শতাংশ।

READ MORE:  ১৫ ফেব্রুয়ারির ডেডলাইন! এই কাজ না করলে PF-এর টাকা আর তুলতে পারবেন না

ইউপিআই ব্যবহারকারীদের জন্য পরামর্শ

  • আপনার ব্যবহৃত ইউপিআই অ্যাপটি আপডেট করুন, যাতে ইউপিআই অ্যাপটি এই নতুন নিয়ম অনুসরণ করতে পারে।
  • লেনদেনের সময় বিশেষ অক্ষর ব্যবহার করেছেন কিনা তা নিশ্চিত করুন। ’না হলে লেনদেন বাতিল হয়ে যাবে।
  • যদি কোন রকম সমস্যা হয় তবে সংশ্লিষ্ট ব্যাংক বা ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থার হেল্পডেক্স নাম্বারে যোগাযোগ করুন।

ইউপিআই এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পেমেন্টের একটি মাধ্যম হয়ে উঠেছে। তাই এই পরিবর্তনের বিষয়ে সচেতন থাকুন। লেনদেনের এই নতুন নিয়ম মেনে চলা প্রত্যেকটি গ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Scroll to Top