১০,০০০ ড্রোন একসাথে উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আবুধাবি, কী দেখাবে তাতে?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে 10 হাজার ড্রোন আকাশে উড়তে দেখেছেন কখনও? উন্নত প্রযুক্তির ড্রোন দিয়ে লাইট শো তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে। তবে বৃহৎ পরিসরে একেবারে 10 হাজার ড্রোনের বহর দেখার সৌভাগ্য সেভাবে হয়নি কারোরই। এবার সেই অপ্রাপ্তি ঘোঁচাবে আবুধাবি (Abu Dhabi)।
শোনা যাচ্ছে, আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের উদ্যোগে এক উচ্চাভিলাসী ড্রোন লাইট শোয়ের আয়োজন করা হচ্ছে। যার আনুষ্ঠানিক ঘোষণায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই ড্রোন শোয়ের সহযোগিতায় থাকবে নোভা স্কাই স্টোরিজ এবং অ্যানালগ।
বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত হতে চলা 10 হাজার ড্রোনের লাইট শো দেশটির সংস্কৃতি, পর্যটন ও বিনোদন প্রযুক্তিকে ভিন্নমাত্রায় নিয়ে যাবে। শোনা যাচ্ছে, 10 হাজার উন্নত ড্রোন দিয়ে বৃহৎ পরিসরে সিঙ্ক্রোনাইজড পারফরমেন্সের আয়োজন করা হলে অতিথি ভ্রমণকারী থেকে শুরু করে দেশের জনগণ আবুধাবির ঐতিহ্য, সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনকে একসাথে অনুভব করার সুযোগ পাবেন।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবুধাবির আকাশে 10 হাজার ড্রোনের লাইট শো প্রসঙ্গে গত 11 মার্চ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। এদিন কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরের সময় প্রকল্পটি নিয়ে গভীর আলোচনা চলেছে। সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সূত্রের খবর, এই প্রকল্পটি মূলত চুক্তিরভিত্তিতে ডিসিটি আবুধাবি, নোভা স্কাই স্টোরিজ, ড্রোন বিনোদন বিশেষজ্ঞ কলরাডো ভিত্তিক সংস্থা, অ্যানালগ ও আমিরাতের একটি প্রযুক্তি সংস্থা এই প্রকল্প চুক্তির অংশীদার।
বেশ কয়েকটি সূত্র বলছে, আবুধাবির সংস্কৃতি, ঐতিহ্য ও প্রযুক্তির নয়া উদ্ভাবনকে সামনে রেখে যে বিরাট ড্রোন লাইট শোয়ের পরিকল্পনা করা হলো তা বিশ্বব্যাপী ভ্রমণশিল্পে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের দাবি, এই ড্রোন শোয়ের জেরে অভিজ্ঞতামূলক পর্যটনে উদ্যোগটির প্রভাব পড়বে।
বলা হচ্ছে, বিশ্বের নানান দেশের ভ্রমণকারীদের জন্য এটি প্রধান আকর্ষণ হয়ে উঠবে এই লাইট শো। বলা হচ্ছে, আবুধাবির এই আকর্ষণীয় লাইট শো দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমাতে পারেন আরব আমিরাতে।
অবশ্যই পড়ুন: টানা ২ সপ্তাহ বাতিল একাধিক ব্যান্ডেল লোকাল! বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
সম্প্রতি ডিসিটি আবুধাবির সাথে নয়া প্রকল্পের অংশীদারিত্ব করতে পেরে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোভা স্কাই স্টোরিজের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা কিম্বাল মাস্ক। দুই মহারথীই জানিয়েছেন, আবুধাবির এই নয়া উদ্যোগের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
এই ড্রোন শোটিতে বিনোদনের জন্য বিশ্বের সবচেয়ে উন্নত হালকা ড্রোনের বিরাট বহর থাকবে। এই বৃহৎ লাইট শো গোটা বিশ্ববাসীকে দেখানোর জন্য মুখিয়ে রয়েছি। কার্যত একই সুর শোনা গিয়েছে অন্য আরেক অংশীদার সংস্থা অ্যানালগের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যালেক্স কিপম্যানের তরফেও।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.