১০০০ কিলোর বোমা বর্ষণ সুখোই থেকে, DRDO-র কীর্তিতে কেঁপে উঠল শত্রুরা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কয়েক সেকেন্ডে ধোয়ার চাদরে ঢেকে গেল চারপাশ। একেবারে নিখুঁতভাবে 100 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হেনে লক্ষ্যবস্তুকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Air Force)। নেপথ্যে, গৌরবের কারসাজি। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ব্রহ্মাস্ত্র বাহন সুখোই-30 এমকেআই থেকে ধারাবাহিক আক্রমণ শানিয়েছে দিল্লি।
সুখোইয়ের পেট থেকে বেরিয়ে আসা গৌরব মাটিতে পড়তেই তাণ্ডব চালিয়েছে। যা ছিল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র গৌরব অর্থাৎ নয়া লং রেঞ্জ গ্লাইড বোমার প্রথম ট্রায়াল। ,যা ইতিমধ্যেই সফল হয়েছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 1000 কিলোগ্রামের লং রেঞ্জ বোমা গৌরব তৈরির দায়িত্ব কাঁধে নিয়েছে DRDO। ভারতীয় বোমাটি তৈরি থেকে শুরু করে আপগ্রেডেশন সবই করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। সূত্রের খবর, বিস্ফোরকটি তৈরি করে ভারতীয় বায়ুসেনার গর্ব সুখোইয়ের সহায়তায় একেবারে জনমানবশূন্য একটি দ্বীপে পৌঁছে সেখানে প্রবল বোমাবর্ষণ শুরু করে ভারতীয় বায়ু সেনা।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার লং রেঞ্জ গ্লাইড বোমাগুলি তার প্রথম পরীক্ষায় সফল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, কমপক্ষে 3 দিন সময় নিয়ে ভারতীয় বায়ু সেনার গোপন ঘাঁটি থেকে ভিন্ন ওয়ারহেড কনফিগারেশনে গৌরবের পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। আর এরপরই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গৌরব তার নির্দিষ্ট লক্ষ্যে 100 শতাংশ সফল হয়েছে। খুব শীঘ্রই, ভারতীয় বায়ুসেনার অস্ত্রাগারে স্থান পাবে এই ভয়ঙ্কর বিস্ফোরক।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার জন্য গৌরব স্লাইড বোমা তৈরির পাশাপাশি গৌতম নামক আরও একটি মাটি কাঁপানো বিস্ফোরক বানিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানী দল। জানা গিয়েছে, গৌরবের ওজন 1000 কিলোগ্রাম হলেও গৌতমের ওজন হয়েছে 550 কিলো। সেই সাথে, বায়ু সেনার বিমান থেকে নিক্ষেপ করার পর কমপক্ষে 100 কিলোমিটার পর্যন্ত গৌরবকে নিয়ন্ত্রণ করা যাবে। বলে রাখি, ভারতীয় বায়ুসেনার নতুন অস্ত্র গৌরবের ডানা থাকলেও গৌতমের কোনও ডানা নেই। তবে এই দুই বোমাই ইন্টারনাল নেভিগেশন সিস্টেম যুক্ত, যা মূলত স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়।
অবশ্যই পড়ুন: শ্রেয়সদের বিরুদ্ধে নাইট শিবিরে বড় চমক! পাঞ্জাবের ম্যাচে কেমন হবে KKR-র একাদশ?
উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের এমন আবিষ্কারের পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
সহেলি মিত্র, কলকাতাঃ গুড ফ্রাইডের দিন বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
This website uses cookies.