১০১ টাকায় ১০০ জিবি ইন্টারনেট ডেটা, Jio -র এই তিন সেরা প্ল্যান সম্পর্কে জানেন তো?
Jio Air Fiber তাদের গ্রাহকদের তিনটি ডেটা স্যাচেত প্ল্যান রিচার্জ করতে দেয়। এদের দাম শুরু হয়েছে মাত্র ১০১ টাকা। আর এই প্ল্যানগুলিতে ১০০০ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। আসুন এই ডেটা স্যাচেত প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জিও এয়ার ফাইবার তাদের ব্যবহারকারীদের ১০০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা অফার করে। এত পরিমাণ ডেটা যেকোনো ব্যবহারকারীর জন্য যথেষ্ট। তবে যদি ১০০০ জিবি ডেটা আপনার জন্য যথেষ্ট না হয় তবে জিও এয়ার ফাইবারের ডেটা স্যাচেত (এক ধরণের ডেটা ভাউচার) রিচার্জ করতে পারেন। সংস্থাটি ব্যবহারকারীদের তিনটি ডেটা স্যাচেত প্ল্যান রিচার্জ করতে দেয়। আসুন প্ল্যানগুলির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
জিও এয়ার ফাইবারের এই ডেটা প্ল্যানে আপনি ১০০ জিবি ডেটা পাবেন। এই প্যাকের ভ্যালিডিটি অ্যাক্টিভ প্ল্যানের সমান।
জিও এয়ার ফাইবারের এই ডেটা প্ল্যানে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য ৫০০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি আপনার অ্যাক্টিভ প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন পর্যন্ত।
৪০১ টাকার ডেটা প্যাকে পাওয়া যাবে ১০০০ জিবি ডেটা। এর বৈধতা আপনার সক্রিয় জিও এয়ার ফাইবার প্ল্যানের সমান।
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাক-আফগান সীমান্তে (Pakistan Afghanistan Border) ফের উত্তেজনা। সূত্রের খবর, রবিবার এক রক্তক্ষয়ী…
This website uses cookies.