লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 থেকে POCO M7 Pro, ১৫ হাজার টাকার কমে সেরা পাঁচ স্মার্টফোন | Top 5 Smartphones Under 15000 in March

Published on:

বাজেট কম হলেই যে ফিচার কম পাওয়া যাবে তেমন নয়। ১৫ হাজার টাকার কমেও একাধিক ভালো ৫জি স্মার্টফোন রয়েছে বাজারে। যেমন – POCO M7 Pro, Nothing CMF Phone 1 ইত্যাদি। মার্চে যারা নতুন ফোন আপগ্রেড করার কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক।

মার্চ মাসে ১৫ হাজার টাকার কমে পাঁচ সেরা 5G স্মার্টফোন

POCO M7 Pro

এই পোকো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। প্রসেসর রয়েছে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আলট্রা, যা ৮ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট করে। এটি মাল্টিটাস্কিং এবং গেমিং সহজেই পরিচালনা করতে পারে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৫,১১০mAh, যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Xiaomi 16 Pro: শাওমির স্মার্টফোনে এবার 3D প্রিন্টিং প্রযুক্তি! কী সুবিধা পাবেন জেনে নিন | Xiaomi 16 Pro Launch Date

CMF Phone 1

নাথিং-এর সিএমএফ ফোন ১ বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে একটি দারুন বিকল্প। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে নাথিং ওএস ৩.০ সফ্টওয়্যার।

Redmi 13

রেডমি ১৩ মডেলে পাওয়া যাবে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে। এতে অন্যতম সেরা চমক ক্যামেরা, মিলবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০mAh এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ এর ভিত্তিক HyperOS কাস্টম স্কিন উপস্থিত।

READ MORE:  AI ক্যামেরা সহ ১২ জিবি র‌্যাম, ১০-১১ হাজার টাকার মধ্যে সেরা দুই Realme স্মার্টফোন এখন কম দামে

Motorola G64

আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন। Motorola G64 মডেলে রয়েছে অপ্রয়োজনীয় ব্লোটওয়্যার ছাড়াই স্টক-অফ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা। এতে ফিচার হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৬,০০০mAh ব্যাটারি, OIS-সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৪, ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.