১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 থেকে POCO M7 Pro, ১৫ হাজার টাকার কমে সেরা পাঁচ স্মার্টফোন | Top 5 Smartphones Under 15000 in March
বাজেট কম হলেই যে ফিচার কম পাওয়া যাবে তেমন নয়। ১৫ হাজার টাকার কমেও একাধিক ভালো ৫জি স্মার্টফোন রয়েছে বাজারে। যেমন – POCO M7 Pro, Nothing CMF Phone 1 ইত্যাদি। মার্চে যারা নতুন ফোন আপগ্রেড করার কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক।
এই পোকো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। প্রসেসর রয়েছে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আলট্রা, যা ৮ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে। এটি মাল্টিটাস্কিং এবং গেমিং সহজেই পরিচালনা করতে পারে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৫,১১০mAh, যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।
নাথিং-এর সিএমএফ ফোন ১ বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে একটি দারুন বিকল্প। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে নাথিং ওএস ৩.০ সফ্টওয়্যার।
রেডমি ১৩ মডেলে পাওয়া যাবে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে। এতে অন্যতম সেরা চমক ক্যামেরা, মিলবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০mAh এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ এর ভিত্তিক HyperOS কাস্টম স্কিন উপস্থিত।
আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন। Motorola G64 মডেলে রয়েছে অপ্রয়োজনীয় ব্লোটওয়্যার ছাড়াই স্টক-অফ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা। এতে ফিচার হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৬,০০০mAh ব্যাটারি, OIS-সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৪, ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy S24 Ultra (১২ জিবি + ২৫৬…
প্রীতি পোদ্দার, মালদা: রাজ্য সরকার সাধরণের কথা ভেবে এবং সরকারী প্রকল্পগুলিকে সমাজের নিম্নস্তরে পৌঁছে দেওয়ার…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের জন্য…
আইফোন ১৬ই, অ্যান্ড্রয়েড ফোন যেমন, স্যামসাং গ্যালাক্সি, ওয়ানপ্লাস নর্ড ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে…
এক অলাভজনক সংস্থার মানসিক স্বাস্থ্য রিপোর্টে, ভারতের গড় স্কোর ৫৭.৮, যা বিশ্বব্যাপী গড় ৬৩ এর…
একটি সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে জানা গেছে যে, ভারত জুড়ে সমস্ত ব্যাঙ্কগুলি শীঘ্রই, আরও সুনির্দিষ্টভাবে বললে,…
This website uses cookies.