১০% ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের, কী বললেন মমতা?

ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বাংলার সরকারি কর্মচারীরা মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) পাচ্ছেন। এর ফলে কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরেও কোনও অগ্রগতি হয়নি।

এদিকে অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক কর্মী তাই পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। অনেকেই আবার হতাশ। কেউ কেউ ভাবছেন সরকার কখন পদক্ষেপ নেবে?

READ MORE:  শিক্ষকদের জন্যে স্থায়ী চাকরির সুখবর দিল রাজ্য, এবার নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়

কয়েক অংশের কর্মীর ডিএ বৃদ্ধি পেতে পারে!

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু নির্বাচিত কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কিনা তা নিয়ে কিছু জল্পনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিভিন্ন বিভাগের কিছু কর্মচারীকে ১০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বেছে নেওয়া হতে পারে। তবে, এই খবরটি সত্য কিনা তা স্পষ্ট নয়। সরকার একটি নোটিশ জারি করেছে, তবে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

READ MORE:  Child PAN Card: বাচ্চার জন্যও তৈরি করা যাবে নাবালক Pan Card, সহজ উপায় জানিয়ে দিল আয়কর দফতর | How to Apply PAN Card for Children

এমন পরিস্তিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো উচ্চতর ডিএ দাবিতে রাস্তায় নামার পরিকল্পনা করছে। তাঁরা দাবি করছেন যে কেন্দ্রীয় কর্মচারীদের মতো একই হারে ডিএ দেওয়া হোক এবং যে কোনও বকেয়া ডিএ পরিশোধ করা হোক।

এই কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগ্রামী যৌথ মঞ্চ ঘোষণা করেছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। মূলত কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করেছেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু।

READ MORE:  Mahila Samman Savings Certificate: পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন | Fixed Deposit And India Post Investment For Womens

বলা বাহুল্য, বাংলায় সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কিত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। নির্বাচিত কর্মচারীদের জন্য সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে গুজব থাকলেও, শ্রমিকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। সরকার এই দাবিগুলির প্রতি কীভাবে সাড়া দেবে এবং পরিকল্পিত বিক্ষোভগুলি কর্মচারীদের প্রত্যাশিত পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করবে কিনা তা এখনও দেখার বিষয়।

Scroll to Top