১০ হাজার চালান সহ ৬ মাস জেল! বদলে গেল ট্রাফিক আইন, দেখে নিন কোথায় কত জরিমানা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নানান অজুহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই। তবে সেই নিয়ম ভাঙ্গলে কী ধরনের শাস্তি হওয়া উচিত সে বিষয়ও এখন সর্বজনবিদিত। এবার সেই শাস্তির অঙ্কই (New Motor Vehicles Fines) বাড়াল সরকার। সেই সাথে, দেশজুড়ে আরও কঠোরভাবে লাগু হয়েছে ট্রাফিক আইন। সূত্র বলছে, এবার থাকে ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে মোটা অঙ্কের খেসারত। মূলত সড়ক দুর্ঘটনা আটকাতে ও ট্রাফিক নিয়ম সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই এই নয়া পদক্ষেপ নিয়েছে সরকার।
বেশ কয়েকটি শুদ্ধ সংবাদ প্রতিবেদন অনুযায়ী, 1 মার্চ থেকে দেশজুড়ে একাধিক নয়া ট্রাফিক নিয়ম জারি করেছে সরকার। একই সাথে নিয়ম ভঙ্গের জরিমানাও বাড়ানো হয়েছে ভারত সরকারের তরফে। হাতে আসা রিপোর্ট বলছে, এবার থেকে যদি কেউ মধ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে তৎক্ষণাৎ তাঁকে নগদ 10 হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি 6 মাসের জেলও হতে পারে। রিপোর্ট বলছে, একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে 15 হাজার টাকা জরিমানা ও 2 বছরের কারাদণ্ড হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেল, সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে যদি কোনও ব্যক্তি হেলমেট ছাড়া বাইক অথবা স্কুটি নিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে তৎক্ষণাৎ তাঁকে নগদ 1 হাজার টাকা জরিমানা করা হবে। একই সাথে বাইক চালকের ড্রাইভিং লাইসেন্স 3 মাসের জন্য বাতিল হয়ে যেতে পারে। উল্লেখ্য, গাড়িতে সিট বেল্ট না পড়ার ক্ষেত্রেও 1 হাজার টাকা জরিমানা রেখেছে সরকার।
একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভারত সরকারের নয়া নিয়ম অনুযায়ী, যদি কোনও গাড়ি চালক ড্রাইভিং করার সময় ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করেন সে ক্ষেত্রে তাঁকে 5 হাজার টাকা জরিমানা করা হতে পারে। আগে যেখানে এই জরিমানার অঙ্ক ছিল মাত্র 500 টাকা।
যদি কোনও ব্যক্তি লাইসেন্স ও ইন্সুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে তাঁকে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরা পড়েন সে ক্ষেত্রে তাকে 5 হাজার টাকা জরিমানা এবং ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালালে 2 হাজার টাকা জরিমানা করা হতে পারে। অন্যদিকে দূষণ শংসাপত্র বা পলিউশন না থাকলে সরকার 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তি বাইকে বা স্কুটারে অতিরিক্ত 2 জন অর্থাৎ মোট 3 জন রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সে ক্ষেত্রে 1 হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। অন্যদিকে, বিপদজনক ড্রাইভিংয়ের ক্ষেত্রে 5 হাজার টাকা জরিমানা করা হবে। সূত্র বলছে, যদি কোনও গাড়ি চালক অ্যাম্বুলেন্স বা অন্য কোনও জরুরী যানবাহনকে জায়গা না দেয় সে ক্ষেত্রে জরিমানার অঙ্ক গিয়ে ঠেকবে 10 হাজারে।
অবশ্যই পড়ুন: বকশিশ না দেওয়ায় অক্সিজেন বন্ধ করে দেয় ওয়ার্ড বয়! মৃত্যু নবজাতকের
এছাড়াও, সিগন্যাল ব্রেকিংয়ের ক্ষেত্রে 5 হাজার টাকা, গাড়িতে অতিরিক্ত মাল বোঝাই করার অপরাধে 20 হাজার টাকা ও কোনও নাবালক গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে বা ট্রাফিক আইন ভাঙলে 25 হাজার টাকা জরিমানা দিতে হবে। নাবালকের ড্রাইভিংয়ের ক্ষেত্রে 3 বছরের জেলও হতে পারে।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.