১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যাম ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন, দেখুন অফার

আপনি যদি কম দামে দুর্দান্ত ক্যামেরা, বড় ব্যাটারি এবং ভালো ডিসপ্লের 5G ফোন কিনতে চান তাহলে Poco M6 Plus 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এটি পোকোর সবচেয়ে সস্তা স্মার্টফোন যেখানে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। বর্তমানে ফ্লিপকার্টের ভ্যালেন্টাইনস ডে সেলে এটি খুব কম দামে কেনা যাবে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্টে ৩২৫০ টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। আসুন Poco M6 Plus 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  OnePlus ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

Poco M6 Plus 5G ফোনে দুর্দান্ত ছাড়

ভ্যালেন্টাইনস ডে সেলে পোকো এম৬ প্লাস ৫জি এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ২,৫০০ টাকা সরাসরি ছাড়ের পরে ১০,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত হয়েছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে, এর পরে আপনি ডিভাইসটি ১০,২৪৯ টাকায় কিনতে পারবেন।

এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। ফোনটি গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার রঙে কেনা যাবে।

READ MORE:  Samsung Galaxy F16 5G Sale Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy F16 5G ফোনের সেল শুরু, ছয় বছর ধরে আসবে আপডেট

Poco M6 Plus 5G এর ফিচার

এই পোকো স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে আছে যা ১২০ হার্টছ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ এসেছে। এতে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ মোট ১২ জিবি র‌্যাম পাওয়া যাবে।

READ MORE:  স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবার! Galaxy S26 Ultra আসছে 7000mAh ব্যাটারির সাথে? | Samsung Galaxy S26 Ultra Battery Upgrade 7000mah

পোকো এম৬ প্লাস ৫জির ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য আছে ১০৮ মেগাপিক্সেল ডুয়াল প্রাইমারি ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলা বা ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫০৩০ এমএএইচ সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Scroll to Top