১০ হাজার টাকার কমে আসছে Samsung Galaxy F06, লঞ্চের আগেই ডিজাইন ও দাম ফাঁস
স্যামসাংয়ের ফোন ভারতে ব্যাপক জনপ্রিয়। ব্র্যান্ডটি প্রতিটি বিভাগে নিয়মিত ডিভাইস আনে। শীঘ্রই F-সিরিজের অধীনে Samsung একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনের নাম রাখা হবে Samsung Galaxy F06 5G। লঞ্চের আগে আজ এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে নিশ্চিত করা হয়েছে যে, Galaxy F06 5G ভারতের বাজারে ১০,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে।
ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে নতুন স্যামসাং স্মার্টফোনটি কেনা যাবে। ইতিমধ্যেই এই শপিং সাইটে এর মাইক্রোসাইট লাইভ হয়েছে। এই মাইক্রোসাইটে Samsung Galaxy F06 5G ফোনের ডিজাইন এবং দাম প্রকাশ করা হয়েছে। যদিও এই মুহূর্তে 5G ডিভাইসটির লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।
ফ্লিপকার্টের টিজার ইমেজ থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে পিল-আকৃতির মডিউল সহ ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। টিজারে ডিভাইসটিকে আকাশী নীল রঙে দেখা গেছে। আশা করা যায় এটি আরও কয়েকটি রঙে আসতে পারে। পোস্টারে লেখা আছে, ‘আরও দ্রুত এবং আরও স্টাইলিশ, ভারতের নিজস্ব 5G আসছে .. দাম শুরু হবে 9,XXX টাকা থেকে।
অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ডিভাইসের সর্বোচ্চ দাম ৯,৯৯৯ টাকা হতে পারে এবং এটি ব্যাঙ্ক কার্ড বা অন্যান্য অফারের পরে আরও কম দামে কেনা যাবে। যদিও মাইক্রো সাইট থেকে ডিভাইসের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুসারে, এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরের সাথে আসতে পারে এবং এতে ৪ জিবি র্যাম পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.