১০ হাজার টাকার কমে 5G স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনে লোভনীয় অফার

বাজারে এখন একাধিক সস্তা 5G স্মার্টফোন এসে গেছে। তবে সমস্ত ফোন দুর্দান্ত ফিচার অফার করে না। তাই তাড়াহুড়ো করে যেকেনো ডিভাইস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তবে চিন্তা করবেন না, আপনি যদি সাশ্রয়ী মূল্যে কোনো 5G হ্যান্ডসেট কিনতে চান তাহলে আমরা আপনার জন্য সেরা একটা ডিভাইসের সন্ধান দেবো। এই স্মার্টফোনের নাম iQOO Z9 Lite 5G। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি।

READ MORE:  এপ্রিলে লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S25 Edge-এর দাম, সস্তা হবে কি?

iQOO Z9 Lite 5G এর দাম ও অফার

আইকো জেড৯ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এটি অ্যাকোয়া ফ্লো এবং মোচা ব্রাউন কালারে পাওয়া যাবে।

বর্তমানে Amazon থেকে এটি কিনলে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারটি শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে।

READ MORE:  iQOO 15 Pro Feature: ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro | iQOO 15 2K LTPO OLED Display

iQOO Z9 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড৯ লাইট ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিড ডিসপ্লে। এর রেজোলিউশন ১৬১২ x ৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৪.০১ শতাংশ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফান টাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।

READ MORE:  Realme 14 5G Launch: বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 4 প্রসেসর চালিত স্মার্টফোন আনছে Realme, থাকবে 6000mAh ব্যাটারি | Snapdragon 6 Gen 4 soc

ফটোগ্রাফির জন্য iQOO Z9 Lite 5G স্মার্টফোনের ব্যাক সাইডে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি এআই প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Scroll to Top