১০ হাজার টাকার চালান ও ৬ মাসের জেল! পরিবর্তিত ট্রাফিক আইন, জেনে নিন নতুন জরিমানার হার

প্রতিদিন অসংখ্য মানুষ নানা অজুহাতে ট্রাফিক আইন ভঙ্গ করেন। কিন্তু এই নিয়ম লঙ্ঘনের ফলে কী শাস্তি হতে পারে, তা এখন সবারই জানা। এবার সেই শাস্তির পরিমাণ আরও বাড়িয়েছে সরকার। নতুন ট্রাফিক আইন অনুযায়ী, নিয়ম ভাঙলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

 ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা

১. মদ্যপ অবস্থায় গাড়ি চালানো

১ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন ট্রাফিক আইন অনুযায়ী, যদি কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তবে তাঁকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া, ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। একই অপরাধ পুনরায় করলে জরিমানা বেড়ে ১৫,০০০ টাকা হবে এবং ২ বছরের কারাদণ্ড হতে পারে।
 ২. হেলমেট ছাড়া বাইক চালানো

যদি কেউ হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালান, তবে তাঁকে ১,০০০ টাকা জরিমানা গুনতে হবে। সেইসাথে, চালকের ড্রাইভিং লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হতে পারে। একই নিয়ম সিটবেল্ট না পরার ক্ষেত্রেও প্রযোজ্য।

READ MORE:  ১২ লক্ষ টাকা আয়কারী ব্যক্তিদের এই পরিমাণ কর দিতে হবে, নতুন আইটি নিয়ম কী বলে জেনে নিন
৩. ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার

আগে মোবাইল ফোন ব্যবহারের জন্য জরিমানা ছিল মাত্র ৫০০ টাকা, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে।

৪. লাইসেন্স ও ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালানো

– ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫,০০০ টাকা।
– ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ২,০০০ টাকা।
– দূষণ শংসাপত্র (PUC) না থাকলে জরিমানা ১০,০০০ টাকা এবং ৬ মাসের জেল হতে পারে।

READ MORE:  ট্রেন পরিষেবা অতীত! এবার পুকুর খনন করবে রেল, কারণ কী?
৫. অন্যান্য জরিমানা

– বাইক বা স্কুটিতে তিনজন বসলে জরিমানা ১,০০০ টাকা।
– বিপজ্জনক ড্রাইভিং করলে জরিমানা ৫,০০০ টাকা।
– যদি কোনও চালক **অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনকে পথ না দেন, তবে জরিমানা ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

নতুন নিয়ম মানতে হবে!

নতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর থেকে জরিমানা অনেক বেড়ে গেছে। তাই ট্রাফিক আইন মেনে চলাই হবে সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।

READ MORE:  সব দাবিই মিটে যাবে, বাজেটে DA বৃদ্ধির জল্পনার মধ্যেই বিরাট মন্তব্য সরকার পক্ষের

Scroll to Top